ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বেলকুচিতে নারী নির্যাতনবিরোধী আলোচনা সভা

প্রকাশিত: ০৬:২৮, ২৪ এপ্রিল ২০১৮

বেলকুচিতে নারী নির্যাতনবিরোধী আলোচনা সভা

সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ২৩ এপ্রিল ॥ কমিউনিটি পুলিশের উদ্যোগে মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস, বাল্যবিয়ে, যৌন হয়রানি, নারী ও শিশু নির্যাতন বিরোধী কমিউনিটি পুলিশিং ও আলোচনা সভা সিরাজগঞ্জের বেলকুচি থানা চত্বরে অনুষ্ঠিত হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও ইন্সপেক্টর (তদন্ত) নূরে আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহিনুর আলম খাঁন। বেলকুচি থানা কমিউনিটি পুলিশিং ফোরাম এবং বেলকুচি থানা পুলিশ আয়োজিত ‘পুলিশই জনতা এবং জনতাই পুলিশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) মোঃ রেজা সারোয়ার, সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) আফসানা ইয়াসমিন, রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসের এস.আই. সিপিও মোঃ আয়নাল হক, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ইউসুফজী খান, বেলকুচি পৌরমেয়র বেগম আশানুর বিশ্বাস, বেলকুচি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, বেলকুচি থানা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সদস্য সচিব হাজী মোঃ বদিউজ্জামান প্রমুখ।
×