ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপির অনেক নেতাই এখন জাপায় যোগ দেবেন ॥ এরশাদ

প্রকাশিত: ০৬:২৪, ২৪ এপ্রিল ২০১৮

বিএনপির অনেক নেতাই এখন জাপায় যোগ দেবেন ॥ এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির অনেক নেতাই এখন জাতীয় পার্টিতে (জাপা) যোগ দেবেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সোমবার এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসভবনে বিএনপির সাবেক সংসদ সদস্য এটিএম আলমগীর আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদানকালে তিনি এ কথা বলেন। এরশাদ বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টিই সম্ভাবনাময় শক্তি। এখন আর নির্বাচন হয় না। নির্বাচনের নামে সিল মারা হয়। আশা করি, আগামী নির্বাচনে কেউ সিল মারতে পারবে না। জাপা চেয়ারম্যান বলেন, সারাবিশ্ব এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। দেশের সবখানেই অস্থিরতা বিরাজ করছে। তাই দেশের মানুষ পরিবর্তন চায়। সাধারণ মানুষ আবারও জাতীয় পার্টির নেতৃত্বে শান্তিময় সরকার দেখতে চায়’। উল্লেখ্য এটিএম আলমগীর কুমিল্লা-১০ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসন থেকে ৫ম ও ৬ষ্ঠ সংসদে বিএনপি দলীয় এমপি ছিলেন। যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ভাইস চেয়ারম্যান এইচ.এম.এন. শফিকুর রহমান প্রমুখ। সিঙ্গাপুর গেলেন এরশাদ ॥ নিয়মিত মেডিক্যাল চেকাপের জন্য ৫ দিনের সফরে সিঙ্গাপুর গেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। সোমবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ার লাইন্সের এসকিউ- ৪৪৭ বিমানযোগে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন তিনি। সাবেক রাষ্ট্রপতির সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন- জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, রতœা আমিন হাওলাদার, মেজর মোঃ খালেদ আখতার (অব)। ২৭ এপ্রিল এরশাদের দেশে ফেরার কথা রয়েছে। জাপা নির্বাচনে চমক দেখাবে ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে সবচেয়ে বড় চমক দেখাবেন হুসেইন মুহম্মদ এরশাদ। আওয়ামী লীগ-বিএনপির ব্যর্থতার কারণে তাদের নেতারা জাতীয় পার্টিতে যোগদান করছে। সোমবার লালবাগের আমলিগোলায় থানা জাপা আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিলন বলেন, দেশবাসী যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে হাসিনা-খালেদা-এরশাদ এই তিনজন থেকে জনগণ এরশাদকেই বেছে নেবে। কারণ আওয়ামী লীগ ও বিএনপি উন্নয়নের ও দেশসেবার কথা বলে ক্ষমতায় এসে দেশকে শোষণ করে। তিনি সরকারের উদ্দেশে বলেন, ২০১৪ আর ২০১৮ সাল এক নয়। শুধু উন্নয়ন দিয়ে ক্ষমতায় থাকা যায় না, যদি তাই হতো তাহলে এরশাদ আজীবন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকত। মানুষ ভোটাধিকার ও বাকস্বাধীনতা চায়। থানা জাপা সভাপতি মীর আজগর আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন নগর জাপা নেতা মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কামাল হোসেন, শাহিন হোসেন প্রমুখ।
×