ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হালদার পোনা বিক্রি শুরু আজ

প্রকাশিত: ০৫:৪৭, ২৪ এপ্রিল ২০১৮

হালদার পোনা বিক্রি শুরু আজ

হাটহাজারী সংবাদদাতা ॥ দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে আরোহিত মা-মাছের ডিমগুলোকে সনাতন পদ্ধতিতে পোনায় রূপান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে হাটহাজারী উপজেলার গড়দুয়ারা, উত্তর ও দক্ষিণ মাদার্শা, মদুনাঘাটসহ হালদার পাড়ে মাটির কুয়া ও হ্যাচারী থেকে হালদার পোনা বেচা কেনা শুরু হবে। প্রতি কেজি পোনার মূল্য ৯০ হাজার থেকে ১ লাখ টাকায় বিক্রি হবে বলে জানিয়েছেন ডিম সংগ্রহকারীরা। তারা জানান, পোনা ক্রয় করার জন্য ক্রেতারা দেশের বিভিন্ন জেলা থেকে নিয়মিত যোগাযোগ করছেন। আবার অনেকে অগ্রীম টাকা দিয়ে বুকিং দিয়ে রেখেছে।
×