ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এবার ইনজুরিতে মাহমুদুল্লাহ

প্রকাশিত: ০৫:৩৪, ২৩ এপ্রিল ২০১৮

এবার ইনজুরিতে মাহমুদুল্লাহ

স্পোর্টস রিপোর্টার ॥ একের পর এক ইনজুরিতে পড়েই চলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা। বাংলাদেশ ওপেনার তামিম ইকবালের ইনজুরির পর পেসার তাসকিন আহমেদ, স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ইনজুরিতে পড়েছেন। সেই ইনজুরির মিছিলে পেসার রুবেল হোসেনও যোগ দেন। সবচেয়ে মারাত্মক ইনজুরির কবলে পড়েছেন নাসির হোসেন। তারপর ইনজুরিতে পড়েছেন মুশফিকুর রহীম। এবার ইনজুরিতে পড়লেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন মাহমুদুল্লাহ। ঘটনাটি ঘটেছে বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) পঞ্চম রাউন্ডের খেলায়, শেষদিনে। ফিল্ডিং করতে গিয়ে চোট পান মাহমুদুল্লাহ। তাতে করে পঞ্চম রাউন্ডের দ্বিতীয় ইনিংসেই মধ্যাঞ্চলের এ অলরাউন্ডার ব্যাটিং করতে পারেননি। খেলতে পারবেন না মঙ্গলবার শুরু হতে যাওয়া ষষ্ঠ ও শেষ রাউন্ডেও। তিন-চারদিনের বিশ্রামে থাকছেন মাহমুদুল্লাহ। এই বিশ্রামেই সেরে যাবেন তিনি। এমন আশাই করছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। দেবাশীষ মনে করছেন, ‘এটা বড় কোন চোট নয়। বড় কোন ইনজুরি নয়। এমনকি কোন স্ক্যানও করা লাগেনি। দুই একটা দিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। যদি কোনভাবে বিশ্রামের পর ব্যথা না কমে তাহলে পরবর্তী পদক্ষেপে যেতে হবে। তবে বড় কিছু না।’ ইনজুরিটা অবশ্য নতুন নয়। আগে থেকেই এ ব্যথা ছিল মাহমুদুল্লাহর। এখন যদি ব্যথা না কমে তাহলে স্ক্যান করে পরবর্তী পদক্ষেপ নেবেন চিকিৎসকরা। দেবাশীষ জানান, ‘ইনজুরিটা কয়েকদিন ধরেই আছে। বিসিএলের গত ম্যাচটি (পঞ্চম রাউন্ড) ব্যথা নিয়েই খেলেছে মাহমুদুল্লাহ। আজকে (রবিবার) দেখে পরের ম্যাচটা আমরা ওকে খেলতে মানা করেছি। সামনে এটা নিয়ে চিকিৎসা করব।’ ইনজুরিতে পড়েছেন শুক্রবার। ছিলেন রাজশাহীতে। পঞ্চম রাউন্ড রাজশাহীতেই খেলা হয়েছে। সেখান থেকে শনিবার ফিরে একদিন বিশ্রাম নিয়ে রবিবার বিসিবিতে আসেন মাহমুদুল্লাহ। চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসক মাহমুদুল্লাহকে তিন-চারদিন বিশ্রামের পরামর্শ দেন। যদি এর মধ্যে ব্যথা না কমে তাহলে স্ক্যান করে পরবর্তী চিকিৎসা করা হবে। মাহমুদুল্লাহর আগে ইনজুরিতে পড়েন মুশফিক। বিসিএলেই ইনজুরিতে পড়েন। চতুর্থ রাউন্ডের খেলার ফাঁকে ফুটবল খেলে গা গরম করতে গিয়ে পায়ের গোড়ালিতে চোট পান মুশফিক। দুই সপ্তাহের জন্য বিশ্রামে রাখা হয় মুশফিককে। এর আেগে সিরাজগঞ্জে বন্ধুর এক অনুষ্ঠানে যান নাসির। সেখানে গিয়ে ফুটবল খেলতে গিয়ে ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায়। নিশ্চিতভাবেই ছয় মাসের জন্য মাঠের বাইরে চলে যান নাসির। এখন তার চিকিৎসা করানো হবে অস্ট্রেলিয়ায়। কিন্তু সেই চিকিৎসার দিনক্ষণ চূড়ান্ত হচ্ছে না। নাসিরের আগে ইনজুরিতে পড়ার মিছিলে যুক্ত আছেন তামিম, তাসকিন, মিরাজ, রুবেল। সর্বশেষ এবার ইনজুরিতে পড়লেন মাহমুদুল্লাহ।
×