ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রেকর্ডে চোখ এখন গার্ডিওলার

প্রকাশিত: ০৭:২১, ২২ এপ্রিল ২০১৮

রেকর্ডে চোখ এখন গার্ডিওলার

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব ক্লাব ফুটবলে সফল কোচদের তালিকায় শীর্ষসারির একজন। স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনার পর জার্মান বুন্দেসলিগার ক্লাব বেয়ার্ন মিউনিখে দেখিয়েছেন নিজের ঝলক। এবার ইংলিশ প্রিমিয়ার লীগেও সাফল্যের দেখা পেয়েছেন পেপ গার্ডিওলা। প্রথম মৌসুমে না পারলেও ম্যানচেস্টার সিটির হয়ে নিজের দ্বিতীয় মেয়াদেই প্রথম প্রিমিয়ার লীগের শিরোপা উপহার পেয়েছেন গার্ডিওলা। তাও আবার পাঁচ ম্যাচ হাতে রেখেই। তারপরও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান সিটিজেনদের এই স্প্যানিশ কোচ। শিরোপা নিশ্চিত করার পর এখন প্রিমিয়ার লীগে গড়া চেলসির সর্বোচ্চ ৯৫ পয়েন্টকে টপকানোর স্বপ্ন দেখছেন গার্ডিওলা। ইংলিশ প্রিমিয়ার লীগে আজ সোয়ানসি সিটির মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচের আগেই নিজেদের লক্ষ্যের কথা জানান পেপ গার্ডিওলা। ২০০৪-০৫ মৌসুমে প্রিমিয়ার লীগে সর্বোচ্চ ৯৫ পয়েন্ট সংগ্রহ করেছিল চেলসি। পাঁচ ম্যাচ আগেই লীগ শিরোপা নিশ্চিত করা সিটিজেনদের দখলে এখন ৮৭ পয়েন্ট। অর্থাৎ আর মাত্র তিন ম্যাচে জিতলেই ব্লুজদের ছাড়িয়ে ৯৬ পয়েন্ট হবে ম্যানসিটির। এমন লক্ষ্যের পেছনে কারণটাও জানিয়েছেন সিটিজেনদের অভিজ্ঞ কোচ। এ বিষয়ে তিনি বলেন, ‘বার্সিলোনা এবং বেয়ার্ন মিউনিখের হয়ে পাঁচ-ছয় কিংবা সাত ম্যাচ আগেও লীগ শিরোপা জয়ের স্বাদ পেয়েছি আমি। কিন্তু বাকি ম্যাচগুলো আর তেমন ভাল হতো না। খেলোয়াড়দের বলেছি, এসে নিজেদের সেরাটা দিয়ে খেলার জন্য কিন্তু তাতেও কোন কাজে আসেনি। যে কারণেই সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে। যেহেতু প্রধান লক্ষ্যই থাকে শিরোপা জেতা ইতোমধ্যেই তা আমরা করে ফেলেছি। তাহলে পরের সময়টাতে লড়াই করার মানেটা কী? আমাদের লক্ষ্য যত বেশি পারি গোল করে ম্যাচ জিতে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করা। এটাই হতে পারে ভাল দিক।’ শুরুটা করেছিলেন স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনায়। কাতালান ক্লাবটির পর বেয়ার্ন মিউনিখ ঘুরে ২০১৬ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন পেপ গার্ডিওলা। ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম শক্তিশালী দলটির সঙ্গে তিন বছরের চুক্তির দুই বছর প্রায় কাটিয়ে দিয়েছেন তিনি। এই সময়ের মধ্যেই সিটিজেনদের দুটি শিরোপা জেতান তিনি। ফেব্রুয়ারিতে ইংলিশ লীগ কাপের মধ্য দিয়ে সিটির হয়ে প্রথম শিরোপা জয়ের কৃতিত্ব দেখান গার্দিওলা। আর গত সপ্তাহে সিটির হয়ে প্রথম কোন বড় শিরোপা ঘরে তুললেন। সিটির হয়ে এই সময়টা দারুণ উপভোগ করেছেন কাতালান কোচ। তারই পুরস্কার হিসেবে স্প্যানিশ কোচের সঙ্গে ম্যানসিটি চুক্তির মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করতে যাচ্ছে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যমের গুঞ্জন। সংবাদ মাধ্যমেও গুঞ্জন, ম্যানসিটিতে আরও একটি বছর থাকতে চান তিনি। সংবাদ মাধ্যমের দাবি সিটিও তার সঙ্গে মেয়াদ বাড়াতে রাজি। তবে সিটির হয়ে প্রথম মৌসুমটা কিন্তু মোটেও ভাল কাটেনি গার্ডিওলার। গত গ্রীষ্ম পর্যন্ত দলকে কোনভাবেই গোছাতে পারেননি তিনি। এবারের মৌসুমে শুরু থেকেই ম্যানচেস্টারের দলটি ছিল অপ্রতিরোধ্য। পাঁচ ম্যাচ বাকি থাকতে প্রিমিয়ার লীগের শিরোপা নিশ্চিত হওয়ার পেছনে রেকর্ড ১৮ ম্যাচে জয়ের ধারা ধরে রাখা সহায়ক হিসেবে কাজ করেছে। ইংলিশ প্রিমিয়ার লীগে নতুন করে ঠিকানা গড়ার আগে গার্ডিওলা চার বছর বার্সায় আর তিন বছর বেয়ার্ন মিউনিখে কাটিয়েছেন। কোচ হিসেবে স্পেন, জার্মানি ও ইংল্যান্ডে লীগ শিরোপা জয়ের কৃতিত্ব দেখালেন তিনি। প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন হওয়ার সৌজন্যে ক্যারিয়ারের ২৪তম ট্রফি জয়ের স্বাদ পান পেপ গার্ডিওলা। নতুন মৌসুমে নতুন করে স্বপ্ন দেখছেন এই স্প্যানিয়ার্ড। আগামী মৌসুমে তার লক্ষ্য ইউরোপ সেরার টুর্নামেন্টেও ঝলক দেখানো।
×