ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লন্ডনে একাত্তর টিভির সাংবাদিক টিমের ওপর হামলা

প্রকাশিত: ০৫:২০, ২১ এপ্রিল ২০১৮

 লন্ডনে একাত্তর টিভির সাংবাদিক টিমের ওপর হামলা

স্টাফ রিপোর্টার ॥ লন্ডনে বাংলাদেশের এক উপমন্ত্রীর ওপর বিএনপি ক্যাডারদের হামলার পর এবার প্রকাশ্য দিবালোকে একাত্তর টেলিভিশনের সাংবাদিক টিমের ওপর হামলা করা হয়েছে। যুক্তরাজ্যে কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে আসা একাত্তর টিভির সাংবাদিকদের ক্যামেরা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল রোডে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও একাত্তর টিভির বিশেষ প্রতিনিধি ফারজানা রূপা পূর্ব লন্ডনের ওয়াইট চ্যাপেল রোডে প্রধানমন্ত্রীর সফরে আসা বিভিন্ন লোকজনের সাক্ষাতকার নিচ্ছিলেন। ঠিক তখনই কয়েকজন যুবক এসে একাত্তর টিভির সাংবাদিক রূপাকে গালিগালাজ করতে শুরু করে। এতে বাধা দিলে সাংবাদিক শ্যামল দত্তের সঙ্গে দুর্বৃত্তরা খারাপ আচরণ করে এবং তাদের ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। এ সমময় আশপাশে অনেক লোকজন থাকলেও কেউ তাদের সাহায্যে এগিয়ে আসেনি। দ্রুত সময়ের মধ্যেই হামলাকারী পালিয়ে যায়। পরে মেট্রোপলিটন পুলিশের একটি দল এসে ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে একজনকে আটক করে। জানা গেছে, একাত্তর টিভির দুটি টিম কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকের সংবাদ সংগ্রহ করছে। একাত্তর টিভির সাংবাদিক ফারজানা রূপা, প্রযোজক রিপন হক ও ক্যামেরাম্যান অপূর্ব ঘটনার শিকার হয়েছেন। স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, হেলমেট পরা থাকায় হামলাকারীদের চেহারা চেনা যায়নি। ঘটনার আকস্মিকতায় একাত্তর টিভির তিনজনের কেউই মোটরসাইকেলের নম্বরও রাখতে পারেননি। বিএফইউজের উদ্বেগ ॥ সাংবাদিক ফারজানা রূপার ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব ওমর ফারুক এক যৌথ বিবৃতিতে বলেছেন, কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের খবর সংগ্রহের জন্য বাংলাদেশের একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ফারজানা রূপা ব্রিটেনে অবস্থান করছেন। সাংবাদিক নেতৃবৃন্দ ব্রিটেনের মতো একটি সভ্য দেশে প্রকাশ্য দিবালোকে এ ধরনের সন্ত্রাসী ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেন। নেতৃবৃন্দ ফারজানা রূপার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবিলম্বে লুণ্ঠিত ক্যামেরা উদ্ধার করার জন্য ব্রিটিশ পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানায়।
×