ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

স্প্যানিশ লা লিগা, রোনাল্ডোর শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা, রিয়াল মাদ্রিদ ১-১ এ্যাথলেটিক বিলবাও

শিরোপার আশা শেষ রিয়াল মাদ্রিদের

প্রকাশিত: ০৬:২৮, ২০ এপ্রিল ২০১৮

শিরোপার আশা শেষ রিয়াল মাদ্রিদের

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুমের মাঝখান থেকেই স্প্যানিশ লা লিগার শিরোপা হারানো অনেকটা নিশ্চিত হয়ে যায় রিয়াল মাদ্রিদের। অব্যাহত ব্যর্থতার মাঝেও দলটির কিছুটা আশা ছিল যদি চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনা হোঁচট খায়। কিন্তু নিজেদের ব্যর্থতার কারণে শিরোপা হাতছাড়া হওয়া নিশ্চিত হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, মার্সেলো, রামোসদের। বুধবার রাতে ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে এ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। এতে করে এখন দ্বিতীয় স্থানের জন্য লড়তে হবে গ্যালক্টিকোদের। অঙ্কের হিসেবে এখনও এ্যাটলেটিকো মাদ্রিদের শিরোপা জয়ের সম্ভাবনা আছে। তবে সেটা অত্যন্ত ক্ষীণ। ৩৩ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে ট্রফি জয়ের অপেক্ষায় আছে কাতালানরা। বৃহস্পতিবার রাতের ম্যাচের আগে ৭১ পয়েন্ট নিয়ে দুুইয়ে এ্যাটলেটিকো। আর ৬৮ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা ধরে রাখার মিশনে হয়তবা রিয়ালকে ফেবারিট মানা হচ্ছে কিন্তু লা লিগায় এবারের মৌসুমে নিজেদের কোনভাবেই মেলে ধরতে পারছে না বর্তমান চ্যাম্পিয়নরা। সর্বশেষ ম্যাচে ড্র করলেও চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে বেয়ার্ন মিউনিখের বিপক্ষে খুব একটা প্রভাব ফেলবে না বলেই সংশ্লিষ্টদের বিশ্বাস। নিজেদের মাঠে অনেকটা আত্মতুষ্টি নিয়েই ম্যাচ শুরু করে জিনেদিন জিদানের দল। কিন্তু শেষটা মোটেই ভাল হয়নি। ম্যাচের শুরুতে ইনাকি উইলিয়ামসের গোলে অতিথি এ্যাথলেটিক এগিয়ে যায়। ৮৭ মিনিটে রোনাল্ডোর গোলে কোনমতে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে জিদানবাহিনীকে। এরপরও পরাজয়ের হাত থেকে রক্ষা পাওয়াই চ্যাম্পিয়নদের জন্য একমাত্র সান্ত¡না। তবে আগামী সপ্তাহে মিউনিখের এ্যালিয়েঞ্জ এ্যারানাতে শেষ চারের প্রথম লেগে বেয়ার্নের বিপক্ষে ম্যাচ নিয়ে অন্তত জিদানকে নতুন করে ভাবতেই হচ্ছে। যদিও চ্যাম্পিয়ন্স লীগের নকআউটপর্বে এক ভিন্ন রিয়ালকেই সবাই দেখেছে। তারপরও এই ড্রয়ের মাধ্যমে দেখা যাচ্ছে শেষ চারটি ম্যাচে রিয়াল মাত্র একটিতে জয় তুলে নিয়েছে। রোনাল্ডোর শেষ মুহূর্তের গোলটি ছিল শেষ ১২ ম্যাচে ২২তম গোল। আর পর্তুগীজ তারকার এই ফর্মই রিয়ালকে ইউরোপিয়ান লীগে বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে। বেয়ার্নের ম্যাচকে সামনে রেখে মালাগার বিপক্ষে লীগ ম্যাচে জিদান মূল খেলোয়াড়দের বিশ্রামে রেখেছিলেন। তবে এ্যাথলেটিকোর বিরুদ্ধে রোনাল্ডো, লুকা মডরিচ, টনি ক্রুস, রাফায়েল ভারানেদের ফিরিয়ে আনতে বাধ্য হন জিদান। যদিও মালাগার বিপক্ষে দলে না থাকা গ্যারেথ বেল ছিলেন বিশ্রামে। শেষ ৩০ মিনিট করিম বেনজেমার জায়গায় তিনি মাঠে নামেন। শক্তিশালী দল নিয়ে মাঠে নামলেও রিয়ালের শুরুটা মোটেই ভাল ছিল না। বিশেষ করে ভুল পাসে এ্যাথলেটিক প্রথম থেকেই বল নিজেদের নিয়ন্ত্রণে নেয়। ডানি কারভাজালের ক্রস থেকে রোনাল্ডোর দারুণ একটি হেড বারে লেগে ফেরত আসে। রিয়ালের মধ্যমাঠের দুর্বলতার সুযোগে ১৪ মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। মধ্য মাঠ থেকে ইনিকো কোরডোবা যখন বল পান তখন তার ধারে কাছে কেউ ছিল না। তার পাসেই উইলিয়ামস দারুণ দক্ষতায় কেইলর নাভাসকে পরাস্ত করেন। দ্বিতীয়ার্ধে অবশ্য রিয়াল নিজেদের ফিরিয়ে আনার চেষ্টা করে। মার্কো এ্যাসেনসিও তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে শট নিলেও এ্যাথলেটিক গোলরক্ষক কেপার দক্ষতায় সমতায় ফেরা হয়নি রিয়ালের। দ্বিতীয়ার্ধের মাঝামাঝিতে উনাই নুনেজের ফাউলের বিপরীতে রোনাল্ডোর পেনাল্টির আবেদন নাকচ করে দেন রেফারি হুয়ান মার্টিনেজ। ৮৭ মিনিটে অবশ্য রোনাল্ডো আর ভুল করেননি। তার আগে বেল ও ইস্কো বদলি বেঞ্চ থেকে উঠে এসে দলকে উজ্জীবিত করেন। বিলবাওয়ের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরানো রোনাল্ডোর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সতীর্থ মার্সেলো। টানা ১২ ম্যাচ জালের দেখা পাওয়া সি আর সেভেন গোল করতেই থাকবেন বলে বিশ্বাস সেলেসাও ডিফেন্ডারের। মার্সেলো বলেন, রোনাল্ডো পৃথিবীর সেরা খেলোয়াড়। তার ওপর আমাদের পুরো আস্থা আছে। আমি নিশ্চিত পরের ম্যাচগুলোতে সে আরও গোল করতে যাচ্ছে এবং টানা ১২ ম্যাচে গোলের ধারাটা বাড়িয়ে নিচ্ছে। তিনি আরও বলেন, আমাদের যা কিছু ছিল আমরা সবই দিয়েছিলাম। তাদের গোল আমাদের কাজটা আরও কঠিন করে তোলে। কিন্তু আমরা বল দখলে রেখেছি এবং ম্যাচটি জেতার চেষ্টা করেছি। চ্যাম্পিয়ন্স লীগে এটা ভিন্ন কোন অবস্থা তৈরি করবে না। এক ম্যাচের ভিত্তিতে আমরা আমাদের আত্মবিশ্বাস হারাতে পারি না।
×