ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মিঠুনের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণাঞ্চল

তিনদিনেই ইনিংস ব্যবধানে জিতল উত্তরাঞ্চল

প্রকাশিত: ০৬:২৬, ২০ এপ্রিল ২০১৮

তিনদিনেই ইনিংস ব্যবধানে জিতল উত্তরাঞ্চল

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) পঞ্চম রাউন্ডের তৃতীয়দিনেই একটি ম্যাচের ফয়সালা হয়ে গেছে। ইনিংস ও ২৮ রানের ব্যবধানে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলকে হারিয়ে দিয়েছে বিসিবি উত্তরাঞ্চল। এমনকি এই জয় উত্তরাঞ্চলকে শিরোপা জেতার পথেও অনেকখানি এগিয়ে দিয়েছে। আরেকদিকে প্রথম দুইদিন বিপদে পড়ে থাকা দক্ষিণাঞ্চল মোহাম্মদ মিঠুনের সেঞ্চুরিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। পেসারদের নৈপুণ্যে উত্তরাঞ্চলের বাজিমাত ॥ উত্তরাঞ্চলের পেসার ইয়াসিন আরাফাত, শরীফুল ইসলাম ও শফিউল ইসলাম কি দুর্দান্ত নৈপুণ্যই দেখালেন। তাতে করে তিনদিনেই ম্যাচ জিতে গেল উত্তরাঞ্চল। একদিন হাতে রেখে এ জয়টি পাওয়াতে চ্যাম্পিয়ন হওয়ার দৌরগোড়াতেও আছে উত্তরাঞ্চল। প্রথম ইনিংসে যে উত্তরাঞ্চল ৪১৫ রান করেছে, এরপর আর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়েই নামতে হয়নি। পূর্বাঞ্চল যে এ রান তোলার আগে দুই ইনিংসেই ধসের মধ্যে পড়েছে। প্রথম ইনিংসে দুই ওপেনার তাসামুল হক (৪৯*) ও লিটন কুমার দাস (৫২*) মিলে দ্বিতীয়দিন দলকে ১১০ রানে নিয়ে যান। তখন মনে হয় পূর্বাঞ্চল ভাল কিছু করে দেখাবে। কিন্তু তাসামুল ৫৬ ও লিটন ৬৯ রান করে আউট হওয়ার পর যেন সব ধোঁয়াশায় পরিণত হয়ে যায়। ১২২ রানে তাসামুলের আউটের পর ১৫৪ রানে মুমিনুল ও ১৬১ রানে লিটন আউট হন। এরপর দেখতে দেখতে ২১৭ রানেই আরও সাত উইকেটের পতন ঘটে যায়। অলআউট হয়ে যায়। যেখানে ১৬১ রানে ৩ উইকেট হারায় পূর্বাঞ্চল, সেখানে পরের ৫৬ রান যোগ হতেই ৭ উইকেট শেষ হয়ে যায়। তাতে করে ফলোঅনে পড়ে যায় পূর্বাঞ্চল। ইয়াসিন ও শরীফুল ৪ উইকেট করে শিকার করেন। ফলোঅনে পড়ার পরও ইনিংস ব্যবধান এড়াতে পূর্বাঞ্চলকে ১৯৮ রান করতে হতো। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানরা যেন পেসারদের গতির সামনে শুধু বোকাই বনে যান। ৩ উইকেট করে নেয়া ইয়াসিন, শরীফুল, শফিউলরা এমনই বোলিং দ্যুতি ছড়ান ১৭০ রানেই খতম হয়ে যায় পূর্বাঞ্চলের দ্বিতীয় ইনিংসও। তাতে করে ইনিংস ব্যবধানে হারই হয় নিয়তি। শুধু তাই নয়, এই হারে শিরোপা রেস থেকেও ছিটকে পড়ে পূর্বাঞ্চল। শিরোপা স্বপ্ন বাস্তবায়ন হওয়ার খুব কাছে চলে যায় উত্তরাঞ্চল। মিঠুন, তুষারের নৈপুণ্যে ম্যাচের বাটন দক্ষিণাঞ্চলের হাতে ॥ দক্ষিণাঞ্চলকে ১৯১ রানে গুঁড়িয়ে দিয়ে মধ্যাঞ্চল ৩০২ রান করে অলআউট হয়। প্রথম ইনিংসে পিছিয়ে থাকে দক্ষিণাঞ্চল। এরপর ব্যাট হাতে নেমে ১ উইকেট হারিয়ে ৫০ রান করে দক্ষিণাঞ্চল। ৬৫ রানে পিছিয়ে থাকে। এনামুল হক বিজয় (৩০*) ও ইমরুল কায়েস (৯*) দলকে এগিয়ে নিতে ব্যাট করছিলেন। তৃতীয়দিন খেলার মোড় পুরোই ঘুরে যায়। যে দক্ষিণাঞ্চল ম্যাচটিতে বিপদে ছিল তারাই এখন ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে। মোহাম্মদ মিঠুনের ১২১ বলে ১৬ চার ও ১ ছক্কায় করা ১১৮ ও তুষার ইমরানের করা ৮৮ রানে তা সম্ভব হয়েছে। এখন দক্ষিণাঞ্চল উল্টো ২৩৭ রানে এগিয়ে রয়েছে। ৬ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ৩৪৮ রান করেছে। বিজয় শেষ পর্যন্ত ৪৫ ও ইমরুল ৩০ রান করে আউট হওয়ার পর মিঠুন ও তুষার মিলে বড় জুটি গড়েন। চতুর্থ উইকেটে ১৯৩ রানের জুটি গড়েন। তাতেই দল ২৭৭ রানে চলে যায়। এখন ব্যাট হাতে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত (২২*) ও জিয়াউর রহমান (১৭*)। ৩১০ রানে ৬ উইকেট পড়ার পর এ দুইজনই দলকে এগিয়ে নিয়ে চলেছেন। এ মুহূর্তেই ২৩৭ রানের টার্গেট দাঁড় হয়ে গেছে। আজ চতুর্থ ও শেষদিন। পুরোদিন হাতে মিলবে। স্বাভাবিকভাবেই প্রথম সেশনে যত বেশি রান করা যায়, সেই চেষ্টাই করবে দক্ষিণাঞ্চল। এরপর যদি মধ্যাঞ্চলকে টার্গেট অতিক্রম করার আগে অলআউট করা যায় তাহলে ম্যাচটি জিতে যাবে দক্ষিণাঞ্চল। স্কোর ॥ তৃতীয়দিন শেষে উত্তরাঞ্চল-পূর্বাঞ্চল ম্যাচ-মিরপুর উত্তরাঞ্চল প্রথম ইনিংস ॥ প্রথমদিন ২০৪/৫; ৬৫ ওভার (শান্ত ৭৩, মিজানুর ৪৬, অমি ৪৩*, আরিফুল ১৭*; আশরাফুল ২/২২, সোহাগ ২/৬০) ও দ্বিতীয় দিন ৪১৫/১০; ১২২.৪ ওভার (অমি ১১৩, আরিফুল ১০১, তাইজুল ৩০; সোহাগ ৪/৯১)। পূর্বাঞ্চল প্রথম ইনিংস ॥ দ্বিতীয় দিন ১১০/০; ২৭ ওভার (লিটন ৫২*, তাসামুল ৪৯* ও তৃতীয়দিন ২১৭/১০; ৬৩.২ ওভার (লিটন ৬৯, তাসামুল ৫৬; শরীফুল ৪/৩৩, ইয়াসিন ৪/৩৯ এবং দ্বিতীয় ইনিংস ১৭০/১০; ৩৮.১ ওভার (সোহাগ ৫০, সাইফউদ্দিন ৩২; ইয়াসিন ৩/১৬, শরীফুল ৩/২১, শফিউল ৩/২৮)। ফল ॥ উত্তরাঞ্চল ইনিংস ও ২৮ রানে জয়ী। ম্যাচসেরা ॥ ইয়াসিন আরাফাত (উত্তরাঞ্চল)। মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চল ম্যাচ-রাজশাহী দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস ॥ ১৯১/১০; ৪৯.৫ ওভার (রাব্বি ৪০, সোহান ২৮, ইমরুল ২৬, বিজয় ২৩; এবাদত ৪/৩২, মোশাররফ ৪/৫৭ ও দ্বিতীয় ইনিংস ॥ দ্বিতীয় দিন ৫০/১; ১৯ ওভার (বিজয় ৩১*, ইমরুল ১০*; তানভির ১/৫) ও তৃতীয়দিন ৩৪৮/৬; ৮৩ ওভার (মিঠুন ১১৮, তুষার ৮৮, বিজয় ৪৫, মোসাদ্দেক ২২*, জিয়াউর ১৭*; মোশাররফ ৩/৮০)। মধ্যাঞ্চল প্রথম ইনিংস ॥ প্রথমদিন ১৫৪/২; ৩৫ ওভার (সাদমান ৬৬*, মজিদ ৪৪, সাইফ ৩০; নাঈম ১/৪৩) ও দ্বিতীয়দিন ৩০২/১০; ৮৮.৩ ওভার (সাদমান ৯৩, ইরফান ৫৪, মোশাররফ ২৮; রাজ্জাক ৬/১০৬, নাঈম ৩/৮৩)।
×