ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিলেটে ডাকাতের গুলিতে যুবক নিহত

প্রকাশিত: ০৬:০৭, ২০ এপ্রিল ২০১৮

সিলেটে ডাকাতের গুলিতে যুবক নিহত

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ কানাইঘাটে ডাকাতের গুলিতে এক যুবক নিহত হয়েছে। তার নাম ইবজালুর রহমান (৪০)। উপজেলার সদর ইউনিয়নের ছোটদেশ আগফৌদ গ্রামে এক প্রবাসীর বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির সময় ডাকাত দলের গুলিতে ইবজালুর রহমান (৪০) নিহত হয়েছেন। গৃহকর্তাসহ পরিবারের লোকজন আহত হয়েছেন। বুধবার রাত ২টার দিকে ছোটদেশ গ্রামের আব্দুল জলিলের বাড়ির মেইন গেটের তালা ভেঙ্গে ৮-১০ জনের একটি অস্ত্রধারী ডাকাত দল হানা দেয়। এ সময় তারা পরিবারের সবাইকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। পরিবারের লোকজনের চিৎকারে পাশের ঘরে থাকা আব্দুল জলিলের ছেলে ইবজালুর রহমান ডাকাতদের প্রতিরোধের চেষ্টা করলে তাকে গুলি করে ডাকাতদল। সিলেট ওসমানী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে। রংপুরে পুত্র হত্যার দায়ে পিতার যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৯ এপ্রিল ॥ বদরগঞ্জ উপজেলার মোসলামারী গ্রামে ছেলেকে ছুরিকাঘাতে হত্যার দায়ে বাবা আমিনুল ইসলামের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এবিএম নিজামুল হক এ রায় দেন। এ সময় আসামি আমিনুল আদালতে উপস্থিত ছিলেন। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর বিকেলে নিজ বাড়িতে আমিনুলের সঙ্গে ছেলে রায়হানের কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে আমিনুল তার হাতে থাকা চাকু দিয়ে রায়হানকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খাগড়াছড়িতে তিন জনের যাবজ্জীবন পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি থেকে জানান,দীঘিনালায় এক মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তিন যুবককে যাবজ্জীবন কারাদ- দিয়েছে নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদ- ও অনাদায়ে আরও এক বছর করে সাজা দিয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় খাগড়াছড়ি নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা দায়রা জজ রতেœশ্বর ভট্টাচার্য এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হচ্ছেÑখাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বড় মেরুং-এর বাসিন্দা মর্তুজ আলীর ছেলে ইসমাইল হোসেন, একই গ্রামের বাসিন্দা ইছাক আলীর ছেলে ইমন হোসেন ও আক্কাস আলীর ছেলে ফারুক মিয়া।
×