ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:০৩, ২০ এপ্রিল ২০১৮

টুকরো খবর

ঝিনাইদহে ২ জনের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৯ এপ্রিল ॥ সদর উপজেলার নারিকেলবাড়ীয়া গ্রামে কৃষক মিলন হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদ-াদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক গোলাম আযম এ দ-াদেশ দেন। দ-িতরা হলো- নারিকেলবাড়ীয়া গ্রামের মনছের আলী ও রবিউল ইসলাম। উল্লেখ্য, ২০০৪ সালের ৬ জানুয়ারি রাতে পূর্ব শত্রুতার জের ধরে সদর উপজেলার নারিকেলবাড়ীয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে মিলনকে প্রতিপক্ষরা বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরদিন সকালে বাড়ির পাশের একটি মাঠ থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। সাড়ে পাঁচ লাখ ইয়াবা উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে ফের সাড়ে পাঁচ লাখ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে খোনকার পাড়া বীচ এলাকায় পুলিশ এ ইয়াবার চালান নিয়ে যাওয়ার সংবাদ পায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারিরা পালিয়ে গেলে পুলিশ বালিয়াড়ি থেকে কয়েকটি ইয়াবা ভর্তি বস্তা উদ্ধার করে। ঝড়ে বেড়ায় ব্যাপক ক্ষতি সংবাদদাতা, বেড়া, পাবনা, ১৯ এপ্রিল ॥ বেড়া উপজেলার জাতসাখিনী, নতুনভারেঙ্গা, পুরাণভারেঙ্গা, রূপপুর ও ঢালারচর ইউনিয়নের প্রায় ২০ গ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। শতাধিক ঘরবাড়ি ও হাজার হাজার গাছপালা ভেঙে পড়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলেরও। গত বুধবার রাতে প্রায় ২০ মিনিট ব্যাপী এই ঝড়ো তা-বে উপজেলার নগরবাড়ি ঘাটে সিমেন্ট রাখার একটি গুদাম ঘর বিধ্বস্ত হয়ে ৩৫ হাজার বস্তা সিমেন্ট নষ্ট হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে এগারোটার দিকে কালবৈশাখী ঝড় আঘাত হানে। এতে বেড়া উপজেলার নগরবাড়ী ঘাটে সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুর ১২ হাজার স্কয়ার ফিটের একটি গুদাম ঘর ভেঙে বিধ্বস্ত হয়ে যায়। তিন ডাকাত গ্রেফতার স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুর থানা পুলিশ বৃহস্পতিবার ভোর রাতে আন্তঃজেলা তিন ডাকাতকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ, এলইডি টেলিভিশন ও ১৫টি মোবাইল সেটসহ ডাকাতির বিভিন্ন মালামাল উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হলো- দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার চেঁচুরিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে শমসের আলী, রংপুর জেলার গঙ্গাচরা থানার পাইকান গ্রামের মতিউর রহমানের ছেলে রাশিদুল ইসলাম এবং লালমনিরহাট জেলার হাতিবান্দা থানার উত্তর পারুলিয়া গ্রামের শমসের আলীর ছেলে শরিফুল ইসলাম। সাপের কামড়ে কৃষকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৯ এপ্রিল ॥ চরভদ্রাসনে সাপের কামড়ে মারা গেছেন কৃষক আব্দুর রব মোল্লা (৫৫)। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের চরশালিপুর গ্রামে সাপের কামড় দেয়ার এ ঘটনা ঘটে। বুধবার দিবাগত রাত ৪ টার দিকে মারা যান তিনি। জানা যায়, বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে রব মোল্লা ঘরের বাইরে গেলে তার বাম পায়ের গোঁড়ালিতে সাপে কামড় দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় ওঝা ডেকে এনে তাকে ঝাড়ফুঁক করান হয়। অবস্থার অবনতি হলে ভোর রাতে তাকে পাশের আব্দুল হাই খানের হাট এলাকার পল্লী চিকিৎসক সিদ্দিক মিয়ার কাছে নিয়ে যাওয়া হলে আব্দুর রববে মৃত বলে ঘোষাণা করা হয়। বাগেরহাটে বিদ্যুতস্পৃষ্টে দিনমজুর নিহত স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের কালিকাবাাড়ি গ্রামে বৃহস্পতিবার সকালে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মাসুম শেখের (৩৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। উত্তর কালিকাবাড়ি গ্রামের মালেক শেখের পুত্র সকাল ৯টার দিকে উপজেলা কৃষি দফতরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মেজবাহ আহমেদের পেয়ারা ক্ষেত ও ইরি ক্ষেতে বিদ্যুতচালিত মোটারের সাহায্যে পানি সেচ দেয়ার জন্য যান। এ সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। পিরোজপুরে শ্রমিক নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ১৯ এপ্রিল ॥ বৃহস্পতিবার দুপুরে বিদ্যুতস্পৃষ্টে তরিকুল ইসলাম হাওলাদার (১৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত তরিকুল পৌরশহরের দক্ষিণ থানাপাড়া এলাকার জসিম মুন্সীর ছেলে। জানা গেছে, বৃহস্পতিবার সকালে তরিকুল পৌর শহরের দক্ষিণ মিঠাখালী গ্রামের দুবাই প্রবাসী শাহিন মিয়ার নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় টাইলসের কাজ করছিল। পরে তৃতীয় তলার ছাদের পাশে গিয়ে বিদ্যুতের তারে স্পষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।
×