ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৫:৪৫, ২০ এপ্রিল ২০১৮

ঝলক

অর্ধশতকেও ‘তরুণী’ ৫০ বছর বয়সে অনেকে নানি-দাদি হয়ে যায়। তবে ইন্দোনেশিয়ার নাগরিক পুষ্প দেউয়ির বেলায় ব্যাপারটা ভিন্ন। কারণ, ৫০ বছর বয়সে তাকে ঠিক অষ্টাদশীর মতো মনে হয়। দুই ছেলেকে নিয়ে রাস্তায় বের হলে পুষ্পকে অনেকে তার ছেলেদের গার্লফ্রেন্ড বলে ধরে নেয়। কেউ আবার টিজ করে। তার এই সুঠাম ও তারুণ্যদীপ্ত চেহারার রহস্য কী। গণমাধ্যমকর্মীদের এ প্রশ্নের জবাবে একচিলতে হাসি দিয়ে পুষ্প দেউয়ি বলেন, স্রেফ নিয়ন্ত্রিত জীবনযাপন। আর নিয়মিত জিমে গিয়ে ঘাম ঝরানো। তিনি বলেন, আপনি যদি চেহারার মধ্যে বার্ধক্যের ছাপ আনতে না চান তবে নির্মল বিনোদন করুন। আর প্রাণখুলে হাসুন। পুষ্প দেউয়ির ফিটনেসের এই রহস্য নিয়ে সামাজিক মাধ্যমে মাতামাতি চলছে। তার ছবি সম্প্রতি ইনস্টাগ্রামে ছাড়লে তা ভাইরাল হয়ে যায়। অল্প কয়েকদিনের মধ্যে আড়াই লাখ ফ্যান ফলোয়ার জোটে। প্রতিদিনই তাকে নিয়ে নিউজ করছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম। জার্কাতায় একটি বড় ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক তিনি। বুধবার এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পুষ্প বলেন, বয়স ধরে রাখতে সুষম খাবারের বিকল্প নেই। আমি কাজের ফাঁকে নিয়মিত ব্যায়াম করি। এছাড়া এরোবিকস, সাঁতারকাটা ও ব্যাডমিন্টন আমার প্রিয় খেলা। তিনি বলেন, আমার বন্ধুরা আমাকে নিয়ে প্রায়ই হাসিঠাট্টা করে। তারা আমাকে বলে, আমার বয়স যত বাড়ছে আমি নাকি ততই তরুণী হয়ে উঠছি। সম্প্রতি পুষ্প দেউয়ি তার দুই ছেলে ডেনিশ ও ডেনিয়েলের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করলে এটি দেখে তার প্রবাসী বন্ধুরা ভিরমি খায়। অনেকে ছেলে দুটোকে তার নয়া বয় ফ্রেন্ড বলে ধরে নেয়। জাকার্তায় হাদিজেনেটিক্স নামের নিজ ব্যবসা প্রতিষ্ঠান সামলানোর পাশাপাশি পরিবারকেও সময় দেন পুষ্প। তিনি বলেন, দুই ছেলে আমাকে সুষম খাবার সংগ্রহে সহায়তা করে। বর্তমানে ইন্দোনেশিয়ার কয়েকটি টেলিভিশনে উপস্থিত হয়ে দর্শকদের স্বাস্থ্যকর খাবার বিষয়ে পরামর্শ দিচ্ছেন পুষ্প।Ñ ডেইলি মেইল অবলম্বনে ১ কলার দাম লাখ টাকা যুক্তরাজ্যের সুপারমার্কেট আসডা থেকে অনলাইনে মেয়েদের জন্য একটি কলা কিনেছিলেন ববি গর্ডন। এরপর তিনি জানতে পারলেন, সেই কলার দাম রাখা হয়েছে ৯৩০ পাউন্ড যা বাংলাদেশী টাকায় এক লাখ ১০ হাজার টাকা। যদিও এটির দাম হওয়ার কথা মাত্র ১১ পেন্স বা বাংলাদেশী মুদ্রায় ১৩ টাকার মতো। নটিংহ্যামের শেরউডের ববি গর্ডন বলছেন, প্রথমে বিলটি দেখে তিনি হতবাক হয়ে যান। তার ক্রেডিট কার্ডে বিলটি চার্জ করা হলেও, কার্ড কোম্পানির প্রতারণা ঠেকানোর টিম সেটি আটকে দিয়ে তাকে মেসেজ পাঠায়। ববি গর্ডন প্রথমে বিলটি দেখে অবাক হলেও, তিনি এবং তার স্বামী ভেবেছিলেন এটা হয়ত দোকানের ভুল হয়েছে। তারা বিষয়টি ধরতে পারবে। কিন্তু যখন এজন্য আবার তার ক্রেডিট কার্ডে চার্জ করা হয় তখন তারা সত্যিই হতবাক হন। শেষ পর্যন্ত একে কম্পিউটারের ভুল জানিয়ে ক্ষমা চায় আসডা। আসডার এক মুখপাত্র বলছেন, যদিও আমাদের কলাগুলো চমৎকার, কিন্তু এটা ঠিক যে, তার দাম এত নয়। এটি নিঃসন্দেহে কম্পিউটারের একটি ভুল। তারা বলছেন, আমরা গর্ডনকে ধন্যবাদ জানাই যে, তিনি বিলটি যাচাই করে দেখেছেন। এ রকম ভুল যাতে ভবিষ্যতে না ঘটে, আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। গর্ডন বলছেন, এর পর আমি আমার সাত বছরের মেয়েকে বললাম, তোমার উচিত কলাটা খুব মজা করে খাওয়া, প্রতিটি কামড় ভাল করে খাওয়া উচিত। -বিবিসি অবলম্বনে
×