ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে জঙ্গী সন্দেহে এক পরিবারের সাতজন আটক

প্রকাশিত: ০৫:৫৯, ১৯ এপ্রিল ২০১৮

রাজশাহীতে জঙ্গী সন্দেহে এক পরিবারের সাতজন আটক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর গোদাগাড়ীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে একই পরিবারের এক পুরুষসহ ছয় নারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাজাবাড়িহাট এলাকার ছয়ঘাটি গ্রাম থেকে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলো হাসান আলী (৪৪), তার স্ত্রী সেফালি বেগম (৩৫), তাদের দুই মেয়ে হানুফা খাতুন (২০) ও ফারিয়া খাতুন (১৮)। অপর তিনজন হলো রোজিনা সুলতানা (২৩), রাজিয়া সুলতানা (২১) ও ফারজানা আকতার সুইটি (১৮)। এই তিন বোন হাসান আলীর ভাতিজি। এদের বাবার নাম মৃত রেজাউল করিম কালু। এরা সবাই ছয়ঘাটি গ্রামের বাসিন্দা। এদের মধ্যে হাসান আলী ও তার স্ত্রী সেফালি পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, কয়েকদিন ধরে নজরে রাখার পর বুধবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী। তিনি জানান, জেএমবি সদস্য সন্দেহে ছয় নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে। তারা একই পরিবারের সদস্য। এদের মধ্যে হাসান ও তার স্ত্রী জেএমবির তালিকাভুক্ত সক্রিয় সদস্য। বাকিরা সদ্য জেএমবিতে যোগদান করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকারও করেছেন তারা। সন্ধ্যায় তাদের জেলা পুলিশ সুপার কার্যালয়ে হাজির করার পর সাংবাদিকদের ব্রিফ করেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল্লাহ। এসপি শহীদুল্লাহ বলেন, গত পহেলা বৈশাখের দিন বিকেলে গোদাগাড়ীতে বর্ষবরণের অনুষ্ঠান ছিল। সেখানে বর্ষবরণবিরোধী লিফলেট বিতরণ করেন বোরকা পরিহিত অজ্ঞাত কয়েক নারী। এরই সূত্র ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন নারীসহ ওই সাতজনকে আটক করা হয়। পুলিশ হেফাজতে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এসপি। নারায়ণগঞ্জে জেএমবির ৩ জঙ্গী গ্রেফতার ॥ স্টাফ রিপোর্টার জানান, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা এলাকা থেকে এক নারী সদস্যসহ জেএমবির তিন জঙ্গী সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জঙ্গীবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- জান্নাতুল নাঈম ওরফে মিতু (১৯), মেহেদী হাসান ওরফে মাসুদ (২২) ও আকবর হোসেন সুমন (৩০)। মঙ্গলবার রাতে র‌্যাব-১১ সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় মিতুর দুই বছরের শিশু রোজাকেও উদ্ধার করা হয়। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র‌্যাব-১১ এর প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেনেন্ট কর্নেল কামরুল হাসান এ তথ্য জানান।
×