ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আইপিএল

সুনীল নারিনের ১শ, ফিঞ্চের ব্যতিক্রম ৭

প্রকাশিত: ০৭:০৯, ১৮ এপ্রিল ২০১৮

সুনীল নারিনের ১শ, ফিঞ্চের ব্যতিক্রম ৭

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম বিদেশী স্পিনার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) ১০০ উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছেন সুনীল নারিন। সোমবার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে প্রতিপক্ষ দিল্লী ডেয়ারডেভিলসের ক্রিস মরিসকে ফিরিয়ে আইপিএল ইতিহাসে নিজের ১শ’তম শিকার পূর্ণ করেন ওয়েস্ট ইন্ডিজ অফস্পিনার। এরপর মোহাম্মদ সামিকে আউট করে ম্যাচে ১৮ রানে তিন উইকেট দখল করেন। আইপিএলে এখন তার মোট উইকেটসংখ্যা ১০২। ৭১ রানের সহজ জয় পায় তার দল কলকাতা নাইটরাইডার্স। কেবল ডেয়ারডেভিলসের বিপক্ষেই ১২ ইনিংসে নিয়েছেন ২৩ উইকেট। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে তিনি সর্বোচ্চ ২৬টি উইকেট দখল করেছেন। আইপিএলে ৮৬ ম্যাচে ২১১৩ রান খরচায় নারিনের ঝুলিতে ১০২ উইকেট। ইনিংসে সেরা ১৯ রানে ৫ উইকেট। ওদিকে আইপিএলে ভিন্ন সাতটি দলে খেলে ব্যতিক্রম নজির স্থাপন করেছেন এ্যারন ফিঞ্চ। ৯ বছরে ৭টি দলের হয়ে খেলেছেন হার্ডহিটার অস্ট্রেলিয়ান। আইপিএলে সর্বোচ্চ ৭টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা তিনিই এখন একমাত্র ক্রিকেটার। ২০১০ সালে অভিষেক হয়েছিল রাজস্থান রয়্যালসের হয়ে। এরপর সময়ের সঙ্গেই দলবদল করেছেন এই মারকুটে ব্যাটসম্যান। রাজস্থানের পর দিল্লী ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়র্স, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট লায়ন্স এবং এবার খেলছেন কিংস ইলেভেন পাঞ্জাবে। খেলা হয়নি কেবল কলকাতা নাইটরাডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংসের হয়ে। আইপিএলে এখনও পর্যন্ত মোট ৬৬ ম্যাচ খেলেছেন ফিঞ্চ। বিশ্বের সবচেয়ে বেশি সেলিব্রেটেড ক্রিকেট লীগে তার স্ট্রাইক রেট ১৩০, গড় ২৭.১৮। সর্বোচ্চ স্কোর ৮৮। অস্ট্রেলিয়ার হয়ে দাপট দেখালেও ভারতের ঘূর্ণি উইকেটে নিজেকে প্রায়শই হারিয়ে খুঁজতে দেখা যাচ্ছে অসি তারকাকে। বল টেম্পারিং কেলেঙ্কারির দায়ে এক বছরের জন্য নিষিদ্ধ স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক হিসেবে ফিঞ্চকে নিয়ে গুঞ্জন চলছে।
×