ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সোনালী ব্যাংকের বড় জয়

প্রকাশিত: ০৭:০৮, ১৮ এপ্রিল ২০১৮

সোনালী ব্যাংকের বড় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার থেকে ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হয়েছে খাজা রহমতউল্লাহ ক্লাব কাপ হকি। এই প্রথম ঘরোয়া হকি হচ্ছে ফ্লাডলাইটে। মঙ্গলবার দ্বিতীয়দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে এ্যাজাক্স স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের। খেলায় ২-০ গোলে জয়লাভ করে ভিক্টোরিয়া। প্রথমার্ধে অবশ্য কোন দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে ফরোয়ার্ড রিমন ঘোষ গোল করে ১-০ গোলে এগিয়ে নেন ভিক্টোরিয়াকে। এরপর ৬৬ মিনিটে রাকিব আরেকটি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন (২-০)। উদ্বোধনী দিনে মেরিনার ইয়াংস ক্লাবের কাছে ৮-০ গোলে বিধ্বস্ত হয়েছিল ভিক্টোরিয়া। মঙ্গলবার জিতে হারের বৃত্ত থেকে বেরিয়ে এলো তারা। অপর ম্যাচে একই ভেন্যুতে পুলিশ এসসি মুখোমুখি হয় সোনালী ব্যাংকের। এতে পুলিশকে বড় ব্যবধানে হারিয়ে (১০-১) জয়লাভ করে পূর্ণ পয়েন্ট অর্জন করে সোনালী ব্যাংক। সোনালী ব্যাংকের পক্ষে দ্বীন ইসলাম ইমন পরপর ৩টি ফিল্ড গোলে হ্যাটট্রিক করেন (৪২, ৪৬ ও ৪৯ মিনিটে)। জোড়া গোল করেন তানজিম আহমেদ এবং ফজলে হোসেন। ১টি করে গোল করেন ইরফানুল হক, রাজিব দাস, প্রসেনজিৎ রায়। বাংলাদেশ পুলিশের সাদ্দাম একটি গোল পরিশোধ করেন। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছিল আবাহনী। এবারের আসরে অংশ নিচ্ছে দেশের ৬টি ক্লাব। ১৯৯৮ সাল থেকে হয়ে আসা এ টুর্নামেন্টে এবারই রেকর্ডসংখ্যক কম দল খেলছে। এই আসরে কোন প্রাইজমানি থাকছে না। অংশগ্রহণকারী দলগুলোকে দেয়া হবে ২০ হাজার টাকা করে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে দেয়া হবে ট্রফি। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা পাবেন ১০ হাজার টাকা। সপ্তাহব্যাপী টুর্নামেন্ট শেষ হবে ২২ এপ্রিল ফাইনালের মধ্যে দিয়ে।
×