ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নটিংহ্যামশায়ারের বিব্রতকর বিশ্ব রেকর্ড

প্রকাশিত: ০৭:০৬, ১৮ এপ্রিল ২০১৮

নটিংহ্যামশায়ারের বিব্রতকর বিশ্ব রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ কাউন্টি ক্রিকেটে বিব্রতকর এক রেকর্ড গড়েছে নটিংহ্যামশায়ার। ট্রেন্ট-ব্রিজ কেন্দ্রিক দলটির জয়ের জন্য প্রয়োজন ছিল ১০ রান। সেই লক্ষ্য তাড়া করতে গিয়েই কি না ৪ উইকেট হারিয়েছে তারা। মঙ্গলবার ওল্ডট্র্যাফোর্ডে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে নটসদের এই ঘটনা। অস্ট্রেলিয়ান সিমার জো মেনি এই ৪ উইকেটের ৩টি নিয়েছেন। সর্বনিম্ন রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৪ উইকেট হারানোর বিশ্বরেকর্ড এটিই। ফার্স্ট ক্লাস ক্রিকেটের ইতিহাসে তারা ভেঙ্গেছে ১৭৩ বছরের পুরনো রেকর্ড। আগের সর্বনিম্নটা ছিল ১২/৪। ১৮৪১ সালে সাসেক্সের রেকর্ড সেটি। ১৮৫৫-৫৬ গ্রীষ্মে নিউ সাউথ ওয়েলস ১৬ রান তাড়া করতে গিয়ে ভিক্টোরিয়ার বিপক্ষে ৭ উইকেট হারিয়েছিল। সবমিলে ম্যানচেস্টারে এদিন অবিশ্বাস্য উইকেট পতন হয়েছে। ২৫ রানের মধ্যে পড়েছে ১২ উইকেট। ইংল্যান্ডের ফার্স্ট ক্লাস মৌসুমের উদ্বোধনীতেই বোলাররা শাসন করেছেন। সর্বনিম্ন রান তাড়া করতে গিয়ে ৪ উইকেট হারানোর রেকর্ড ১০/৪ (লক্ষ্য ১০) নটস বনাম ল্যানক্স, ম্যানচেস্টার, ২০১৮ ১২/৪ (১১) কেন্ট বনাম সাসেক্স, টাউন ম্যালিং, ১৮৪১ ১৬/৭ (১৬) এনএসডাব্লিউ বনাম ভিক্টোরিয়া, মেলবোর্ন, ১৮৫৫-৫৬ ১৮/৪ (১৮) হোয়াইট কন্ডিট এ্যান্ড এমএইচ বনাম হর্নচার্চ, ১৭৮৭ ১৮/৫ (১৮) ল্যাঙ্কস বনাম কেন্ট, ক্যাটফোর্ড, ১৮৭৫।
×