ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বর্ণবাদী আচরণের বিরুদ্ধে সোচ্চার ফিফা ও রাশিয়া

প্রকাশিত: ০৭:০৫, ১৮ এপ্রিল ২০১৮

বর্ণবাদী আচরণের বিরুদ্ধে সোচ্চার ফিফা ও রাশিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ ফিফা বিশ্বকাপের পর্দা ওঠার অপেক্ষায় ফুটবল দুনিয়া। বিশ্বের সবচেয়ে বড় ফুটবলযজ্ঞ শুরু হতে আর বাকি দুই মাসেরও কম। এরই মধ্যে আয়োজক দেশ রাশিয়াতে ঘটে গেছে অপ্রীতিকর এক ঘটনা। মাথাচাড়া দিয়ে উঠেছে রাশিয়ান সমর্থকদের উগ্রবাদী মনোভাব। তাদের এবারের শিকার ফ্রান্সের দুই ফুটবলার পল পগবা ও উসমান ডেম্বেলে। গত ২৭ মার্চ সেইন্ট পিটার্সবার্গে প্রীতি ম্যাচে স্বাগতিক রাশিয়াকে ৩-১ গোলে হারায় ফ্রান্স। কিন্তু ফরাসীদের জয়োৎসব মাটি করে দেয় রুশ সমর্থকরা। ফল ছাপিয়ে আলোচনায় উঠে আসে বর্ণবাদ। ম্যাচ চলাকালীন পল পগবা এবং ডেম্বেলেকে ‘বানর’ বলে গ্যালারিতে সেøাগান তোলে রাশিয়ান সমর্থকরা। ঘটনা প্রবাহে পরবর্তীতে বিশেষ তদন্ত কমিটি গঠন করে বিশ্বফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কি অবস্থা সেই তদন্তের, বিশ্বকাপে এটি আসলেই বাজে প্রভাব ফেলবে? আয়োজক রাশিয়া শতভাগ আশ্বস্ত করলেও তদন্ত নিয়ে এখনই মন্তব্য করেনি ফিফা। ফিফা বলেছে, রাশিয়া ফুটবল ফেডারেশন ও স্থানীয় প্রশাসনের সঙ্গে বিষয়টি নিয়ে একযোগে কাজ চলছে। আর রাশিয়ার নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তদন্তে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। নিñিদ্র আয়োজনের জন্য রাশিয়া পুরোপুরি প্রস্তুত বলেও উল্লেখ করা হয়েছে। রাশিয়ায় ১৪ জুন শুরু হবে বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আসর ফুটবল বিশ্বকাপ। ২৭ মার্চের ওই ম্যাচে কর্নার কিক নিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার স্বাদ পান ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার পগবা এবং বার্সিলোনা ফরোয়ার্ড ডেম্বেলে। বর্ণবাদ ইস্যুতে গত কয়েক বছর ধরেই সোচ্চার বিশ্ব ফুটবল। এ নিয়ে তৃতীয়বার সেইন্ট পিটার্সবার্গ স্টেডিয়াম থেকে ওঠে এলো বর্ণবাদের অভিযোগ। তাৎক্ষণিকে যা রীতিমতো দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল রাশিয়াকে। তবে এ নিয়ে ফিফার সঙ্গে যৌথভাবে কাজ করছে তারা। বিশ্বকাপের সাতটি ম্যাচের ভেন্যুর মধ্যে সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামও একটি। অথচ এখান থেকেই বারবার বর্ণবাদের আচরণের শিকার হচ্ছেন ফুটবলাররা। রাশিয়া-ফ্রান্স প্রীতি ম্যাচে ঘটনার পুনরাবৃত্তি ঘটে আবারও। পগবাও ডেম্বেলে শিকার হওয়ার ঘটনায় ক্ষেপেছেন ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী।
×