ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নবনির্মিত রাজশাহী সার্ভে ইনস্টিটিউট ভবন বুঝিয়ে দিল এলজিইডি

প্রকাশিত: ০৭:১১, ১৭ এপ্রিল ২০১৮

নবনির্মিত রাজশাহী সার্ভে ইনস্টিটিউট ভবন বুঝিয়ে  দিল এলজিইডি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নির্মাণ কাজ শেষে রাজশাহী ইঞ্জিনিয়ারিং এ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের নতুন ভবন জেলা পরিষদের কাছে বুঝিয়ে দিয়েছে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের কাছে নতুন ভবনের কাগজপত্র তুলে দেন এলজিইডি রাজশাহীর নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা। জেলা পরিষদ কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও এএইচএম খায়রুজ্জামান লিটন। এলজিইডির কাছ থেকে কাগজপত্র বুঝে নেয়ার পর চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ মাহাবুবুর রহমানের হাতে তুলে দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা পরিষদ পরিচালিত সার্ভে ইনস্টিটিউট ১৮৯৮ সালে প্রতিষ্ঠিত। এতদিন নগরীর প্রাণকেন্দ্র রাজারহাতা এলাকায় নিজস্ব ভবনেই চলত এর কার্যক্রম। কিন্তু ভবনগুলো হয়ে উঠেছিল জরাজীর্ণ। তাই নগরীর উপকণ্ঠ পবা উপজেলার কচুয়াতৈল এলাকায় সার্ভে ইনস্টিটিউটের নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয় জেলা পরিষদ। ভবন নির্মাণের কাজ বাস্তবায়ন করে এলজিইডি। প্রায় তিন একর জমির ওপর নির্মাণ করা হয়েছে পুরো ক্যাম্পাস। সেখানে নির্মিত হয়েছে চারতলা এ্যাকাডেমিক কাম প্রশাসনিক ভবন, ১০০ শয্যার চারতলা একটি ছাত্রাবাস, ৫০ শয্যার তিনতলা একটি ছাত্রীনিবাস এবং অধ্যক্ষ ও হোস্টেল সুপারের আলাদা আলাদা কোয়ার্টার। এছাড়া তৈরি হয়েছে অভ্যন্তরীণ রাস্তা, প্রধান ফটক এবং সীমানা প্রাচীর। এই ক্যাম্পাস তৈরিতে ব্যয় হয়েছে ২৪ কোটি টাকা।
×