ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে বিশ্বকণ্ঠ দিবস উপলক্ষে র‌্যালি, সেমিনার

প্রকাশিত: ০৬:০১, ১৭ এপ্রিল ২০১৮

বিএসএমএমইউতে বিশ্বকণ্ঠ দিবস উপলক্ষে র‌্যালি, সেমিনার

বিশ্বকণ্ঠ দিবস-২০১৮ উপলক্ষে সকাল ১০টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)’র এ ব্লকের সামনে বটতলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয় এবং র‌্যালি শেষে বেলা ১১টায় সি ব্লকের ৬ষ্ঠ তলায় ৬২৮নং কক্ষে মাল্টিপারপাস হলে সেমিনারের আয়োজন করা হয়। এ্যাসোসিয়েশন অব ফোনোসার্জনস অব বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন একুশে পদক প্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। ‘মেক দি ভয়েস, টু চেরিশ ইউর ভয়েস’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ সাহানা আকতার রহমান, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডাঃ এম ইকবাল আর্সলান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাসোসিয়েশন অব ফোনোসার্জনস অব বাংলাদেশ এর সভাপতি ও বিএসএমএমইউ-এর নাক কান ও গলা বিভাগের চেয়ারম্যান ডাঃ কামরুল হাসান তরফদার। বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করবেন ডাঃ শেখ হাসানুর রহমান। আরও উপস্থিত ছিলেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল্লাহ আল হারুন, বিএসএমএমইউ-এর অটোল্যারিংগোলজি হেডনেক সার্জারি বিভাগের ডাঃ আবুল হাসনাত জোয়ারদার, ডাঃ বেলায়েত হোসেন সিদ্দিকী, ডাঃ মনজুরুল আলম, অধ্যাপক আজহারুল ইসলাম, অধ্যাপক ডাঃ এ এইচ এম জহুরুল হক সাচ্চু, ডাঃ নাসিমা আখতার, ডাঃ আল্লাম চৌধুরী, ডাঃ কানু লাল সাহা, অতিরিক্তি পরিচালক ডাঃ নাজমুল করিম মানিক প্রমুখ। -বিজ্ঞপ্তি
×