ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

৫ মে পর্যন্ত সুপ্রীমকোর্টের নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ

প্রকাশিত: ০৫:৪২, ১৬ এপ্রিল ২০১৮

৫ মে পর্যন্ত সুপ্রীমকোর্টের নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ সুপ্রীমকোর্টের অবকাশ শুরু হয়েছে। সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টের অবকাশের কারণে আগামী ৫ মে পর্যন্ত সুপ্রীমকোর্টে নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৬ মে রবিবার থেকে সুপ্রীমকোর্ট যথারীতি খুলবে। তবে এ সময়ে জরুরী বিষয় শুনানি ও নিষ্পত্তির জন্য সুপ্রীমকোর্টের আপীল বিভাগে চেম্বার কোর্ট এবং সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। এসব আদালতে অবকাশের সময় জরুরী বিভিন্ন মামলা শুনানি ও নিষ্পত্তি হবে। সুপ্রীমকোর্টের আপীল বিভাগের জরুরী বিষয়াদি নিষ্পত্তির জন্য বিচারপতি মির্জা হোসেইন হায়দারকে চেম্বারকোর্ট বিচারপতি হিসেবে মনোনীত করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বিচারপতি মির্জা হোসেইন হায়দার চেম্বার আদালতে তিনি শুনানি গ্রহণ করবেন ১৮, ২৪ ও ৩০ এপ্রিল। এছাড়াও হাইকোর্ট বিভাগে জরুরী মামলা সংক্রান্ত বিষয়দি শুনানি ও নিষ্পত্তির জন্য সুর্নির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ১১টি অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রীমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
×