ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হত্যাচেষ্টা মামলায় দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চার্জশীট

প্রকাশিত: ০৫:৪১, ১৬ এপ্রিল ২০১৮

হত্যাচেষ্টা মামলায় দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চার্জশীট

স্টাফ রিপোর্টার ॥ গুলিস্তানে হকার উচ্ছেদের সময় অস্ত্র উঁচিয়ে গুলির ঘটনায় শাহবাগ থানার ‘হত্যাচেষ্টা’ মামলায় ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। ঢাকা মহানগর হাকিম গোলাম নবীর আদালতে শাহবাগ থানার পক্ষ থেকে অভিযোগপত্রটি দাখিল করা হয়। রবিবার আদালত তা গ্রহণ করেন। আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মাহমুদুল হাসান বলেন, গত ১১ এপ্রিল শাহবাগ থানার এসআই আকরাম হোসেন অভিযোগপত্রটি আদালতের জিআর শাখায় দাখিল করেছেন। আজকে (রবিবার) এটি আদালত গ্রহণ করেন। অস্ত্রধারী সেই নেতারা হচ্ছেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক আশিকুর রহমান। দেড় বছর আগে গুলিস্তান পাতাল মার্কেট এলাকায় হকার উচ্ছেদের সময় সিটি কর্পোরেশনের কর্মচারীদের সঙ্গে থাকা সাব্বির ও আশিকের গুলি ছোড়ার ছবি প্রকাশ পেলে তাদের বহিষ্কার করে ছাত্রলীগ। সাব্বির ও আশিক দু’জনেই এ মামলায় জামিনে ছিলেন। রবিবার সকালে তারা আদালতে হাজির হয়ে জামিন বাড়ানোর আবেদন করলে মহানগর হাকিম গোলাম নবী তা মঞ্জুর করেন বলে জানান এসআই মাহমুদুর। উল্লেখ্য, ২০১৬ সালের ২৭ অক্টোবর গুলিস্তান পাতাল মার্কেট এলাকার ফুটপাথ থেকে অবৈধ দোকান উচ্ছেদের সময় হকারদের সঙ্গে সিটি কর্পোরেশনের কর্মচারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়।
×