ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গুজরাটের রেকর্ড ভাঙল ঢাকা

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম তুলতে পরিচ্ছন্নতা কর্মসূচী

প্রকাশিত: ০৫:০৮, ১৪ এপ্রিল ২০১৮

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম তুলতে পরিচ্ছন্নতা কর্মসূচী

স্টাফ রিপোর্টার ॥ প্রতীকী পরিচ্ছন্নতা কর্মসূচীর মাধ্যমে ঢাকাবাসী নতুন রেকর্ড তৈরি করেছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। স্বচ্ছ ঢাকা গড়তে নগরবাসীকে সচেতন করতে প্রতীকী এই কর্মসূচীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে রেজিস্ট্রেশনের সমাপ্তি ঘোষণাকালে মেয়র বলেন, ঢাকার মেয়র হিসেবে এই রেকর্ড জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করছি। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন কর্মসূচীর উদ্বোধন করেন। ডিএসসিসি ও রেকিট বেনকিজার বাংলাদেশের যৌথ উদ্যোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহায়তায় ‘ডেটল পরিচ্ছন্ন ঢাকা’ নামে এ প্রচার অভিযান কর্মসূচী পালিত হয়। ডিএসসিসি কর্তৃপক্ষ জানায়, স্বচ্ছ ঢাকা গড়তে নগরবাসীর সচেতনতার প্রতীকী এই কর্মসূচীর আয়োজন। এর মাধ্যমে পুরো মহানগরী পরিচ্ছন্ন না হলেও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। পাশাপাশি এই শহরের নাম গিনেস ওয়ার্ল্ড বুকে লেখা থাকবে। গিনেসবুকের এক কর্মকর্তা অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে বলেছেন, এরইমধ্যে পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচীটির অংশগ্রহণকারীদের উপস্থিতিতে ঢাকা ভারতের রেকর্ড অতিক্রম করল। শুক্রবার সকাল সাতটা থেকে নগর ভবনের সামনে শুরু হয়ে পৌনে এগারোটার সময় ১৫ হাজার ৩শ’ ১৩ জন এই পরিচ্ছন্নতা কর্মসূচীতে রেজিস্ট্রেশন করেন। তবে ঘটনাস্থলে ছিলেন ৫০ হাজারের বেশি, অপরদিকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে, লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। পরে সবার জন্য নির্দিষ্ট এলাকা উন্মুক্ত করে দেয়া হয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম তুলতেই এই কর্মসূচী হাতে নেয়া হয়। ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি নগরবাসীও রেজিস্ট্রেশন করেন। বিশ্বরেকর্ড গড়তে ডিএসসিসির প্রতীকী পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিতে আসা লোকদের মাঝে ঝাড়ু, ক্যাপ ও গেঞ্জি বিতরণ করতে দেখা যায়। মূল অনুষ্ঠানের বাইরে কাউন্সিলরদের লোকজন এগুলো বিতরণ করেন। ফলে অনেকেই এসব পেয়ে অনুষ্ঠানের নিয়ম-কানুন না বুঝেই চলে যান। এজন্য রেজিস্ট্রেশনে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানা গেছে। যদিও কর্তৃপক্ষ থেকে বারবার বলা হয়, নির্দিষ্ট বুথ ছাড়া কোথাও কিছু বিতরণ করা যাবে না। এমন নির্দেশ উপেক্ষা করে বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর বিক্ষিপ্তভাবে ঝাড়ু, ক্যাপ ও গেঞ্জি বিতরণ করেছেন। ভারতের গুজরাটে ২০১৭ সালের ২৮ মে বরোদা শহরে মিউনিসিপ্যাল কর্পোরেশন পাঁচ হাজার ৫৮ কর্মী নিয়ে এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম ওঠায়। শহরের একতা ডান্ডিয়া বাজার রোড পরিষ্কার করে এ রেকর্ড গড়া হয়। সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ার পরিকল্পনা ডিএসসিসির। কর্মসূচী সফল করতে ডিএসসিসির মেয়র সাঈদ খোকন বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময়ও করেন। সরেজমিনে দেখা যায়, নগরভবনের পাশের এলাকাগুলো লোকে লোকারণ্য হয়ে পড়েছে। সকাল সাতটা থেকে দুটি বুথে ৮০ কাউন্টারের মাধ্যমে একযোগে রেজিস্ট্রেশন শুরু হয়। এর মধ্যে ফুলবাড়িয়া বুথে ৫৫ কাউন্টার ও নগর ভবনের সামনে ২৫ কাউন্টার রয়েছে।
×