ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পহেলা বৈশাখে রাজপথে সতর্ক পাহারায় থাকবে আওয়ামী লীগ

প্রকাশিত: ০৫:০৭, ১৪ এপ্রিল ২০১৮

পহেলা বৈশাখে রাজপথে সতর্ক পাহারায় থাকবে আওয়ামী লীগ

বিশেষ প্রতিনিধি ॥ বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ আনন্দমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে আজ শনিবার রাজপথে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সজাগ ও সর্তক পাহারায় থাকবে আওয়ামী লীগ। সাম্প্রদায়িক গোষ্ঠীর যে কোন অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে পাড়া-মহল্লায় অনুষ্ঠিত মেলাগুলোতেও সর্তক অবস্থানে থাকবে নেতাকর্মীরা। এ দিকে বাংলা নববর্ষের প্রথম দিনে নেতাদের নিজ নিজ এলাকায় থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেতাদের এলাকায় যাওয়ার সুযোগ করে দিতে গণভবনে ঘটা করে কর্মসূচী পালন করা হচ্ছে না। আওয়ামী লীগের কর্মসূচীও ঘটা করে হচ্ছে না। বরাবরের মতো এবারও পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক থেকে শোভাযাত্রা রয়েছে আওয়ামী লীগের। এর আয়োজন করছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। শেখ হাসিনা মনে করেন, ঢাকায় দলীয় কর্মসূচী থাকলে পরিবার-পরিজন ও নিজের এলাকার মানুষের সঙ্গে উৎসব ভাগাভাগি করা যায় না। আওয়ামী লীগ নেতারা জানান, দলের সর্বশেষ কার্যনির্বাহী সংসদের সভায় শেখ হাসিনা তাদের বলেছেন, ‘আমি চাই বছরের প্রথম দিন প্রত্যেকেই নিজের পরিবার ও এলাকায় গিয়ে দলের কর্মীদের সঙ্গে বৈশাখ পালন করুক। ওইদিন ঢাকায় দলীয় কর্মসূচী থাকলে পরিবার-পরিজন বঞ্চিত হয়। এলাকার কর্মী সমর্থকরাও বঞ্চিত হয়।’ ঢাকা থেকে অনেক দূরে যাদের বাড়ি তাদের অনেকেই ইতোমধ্যে ঢাকা ছেড়ে নিজের এলাকায় চলে গেছেন। কেউ কেউ আজ শনিবার সকালে এলাকার উদ্দেশে ঢাকা ছাড়াবেন। কেন্দ্রীয় নেতারা বলছেন, যেহেতু বছরটি নির্বাচনী বছর। তাই ঢাকায় থাকার চেয়ে নিজের নির্বাচনী এলাকায় থাকলে প্রচারণার কাজ হবে। প্রতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারী বাসভবন গণভবনের মাঠে ঘটা করেই বৈশাখের কর্মসূচী পালন করা হলেও এবার তা থাকছে না। শুধু সকাল ১০টায় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বৈশাখের শুভেচ্ছা বিনিময় করতে যাবেন গণভবনে। এখানে থাকতে হবে এমন বাধ্যবাধকতা নেই আওয়ামী লীগ নেতাদের জন্য।
×