ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অল্পের জন্য বেঁচে গেলেন দুশ’ লঞ্চযাত্রী

প্রকাশিত: ০৮:৩৩, ১৩ এপ্রিল ২০১৮

 অল্পের জন্য বেঁচে  গেলেন দুশ’  লঞ্চযাত্রী

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ধলেশ্বরীতে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা হয়েছে একটি লঞ্চ। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাণে বেঁচে গেছেন ২শ’ লঞ্চযাত্রী। মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী এমএল সোমা দুর্ঘটনার মুখে পড়ে। লঞ্চঘাটের কাছে মধ্য ধলেশ্বরীতে মুখোমুখি হয়ে যায় বরিশালগামী বোগদাদিয়ার সঙ্গে। নিশ্চিত সংঘর্ষ ভাগ্যক্রমে রক্ষা হয়। সোমা লঞ্চের যাত্রী সাহাদাৎ রানা জানান, সন্ধ্যা ৭টায় মুন্সীগঞ্জ ঘাটে নোঙ্গর করে ছোট্ট লঞ্চটি। তবে লঞ্চটি ঘাটে নোঙ্গর করার আগ মুহূর্তে বড় আকারের বোগদাদিয়া লঞ্চের সঙ্গে সংঘর্ষ বেঁধেই যাচ্ছিল। এ সময় আতঙ্কে লঞ্চে থাকা যাত্রীরা চিৎকার করতে থাকে। তাৎক্ষণিক বড় লঞ্চটি কিছুটা সাইড নিতে পারায় দুর্ঘটনা থেকে ‘সোমা’ রক্ষা পায়। এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা বলেন, এই নৌরুটের লঞ্চ নিয়ে আরও অভিযোগ রয়েছে। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
×