ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আন্দোলন যৌক্তিক বলেই আমরা সমর্থন করেছি ॥ ড. মোশাররফ

প্রকাশিত: ০৮:৩২, ১৩ এপ্রিল ২০১৮

আন্দোলন যৌক্তিক বলেই আমরা সমর্থন করেছি ॥ ড. মোশাররফ

স্টাফ রিপোর্টার ॥ সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলে সরকারের পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক বলেই আমরা সমর্থন করেছিলাম। কিন্তু সরকার এটাকে সমর্থন করেনি। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘নাগরিক কণ্ঠ’ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোটা ইস্যুতে আন্দোলনকারীদের সমর্থন ও সহযোগিতা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মামুন আহমেদকে যা বলেছেন সে বিষয়টি উল্লেখ করে ড, মোশাররফ বলেন, এখানে কোথায় অন্যায় হয়েছে? বরং যৌক্তিক একটি আন্দোলনে তারেক রহমান সমর্থন দিয়েছেন। আর এটা যে যৌক্তিক সেটা প্রমাণিত হয়েছে। প্রধানমন্ত্রী বাধ্য হয়ে এই আন্দোলনের কাছে মাথা নত করে এবং পরাজয় স্বীকার করে কোটা পদ্ধতি বাতিল করেছেন। আয়োজক সংগঠনের সভাপতি রমিজ খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী প্রমুখ। প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণা রহস্যজনক- রিজভী: প্রধানমন্ত্রীর কোটা বাতিল ঘোষণা রহস্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রী নানা কৌশলের আশ্রয় নিয়েছেন। কোটা নিয়ে তাঁর দেয়া বক্তব্যে সমস্যার সমাধান হবে না। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, শিক্ষার্থীরা কোটা পদ্ধতি বাতিলের জন্য আন্দোলন করেনি। আন্দোলন করছে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে। অথচ জাতীয় সংসদে কোটা বাতিলের কথা বলে প্রধানমন্ত্রী গোটা জাতিকেই হতাশ করেছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, আব্দুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া প্রমুখ।
×