ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফাইনালে উঠতে ব্যর্থ সাবিনা-কৃষ্ণার দল

প্রকাশিত: ০৬:৫২, ১৩ এপ্রিল ২০১৮

ফাইনালে উঠতে ব্যর্থ সাবিনা-কৃষ্ণার দল

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ হয়ে গেল ভারত অভিযান। চুরমার হয়ে গেল চূড়ান্ত সাফল্য পাবার সুনীল স্বপ্নের। ফাইনালে আর ওঠা হলো না সাবিনা খাতুন এবং কৃষ্ণা রানী সরকারের সেথু এফসির। ইন্ডিয়া উইমেন্স লীগের সেমিফাইনাল থেকে বিদায় নিল তাদের দল। বৃহস্পতিবার শিলংয়ে জহওরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ চারের লড়াইয়ে সেথু ০-২ গোলে ইস্টার্ন স্পোর্টিং ইউনিয়নের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। নির্ধারিত ৯০ মিনিটে কোন দলই গোল করতে পারেনি। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধেই দুই গোল করে ফেলে ইস্টার্ন। ৯৯ মিনিটে প্রমেশ্বরী দেবী এবং ১০৫ মিনিটে মন্দাকিনি দেবী গোলদুটি করেন। এই ম্যাচে বাংলাদেশের সাবিনাকে পুরো সময় খেলাননি সেথুর কোচ। তার পরিবর্তে বাংলাদেশের আরেক ফুটবলার কৃষ্ণাকে মাঠে নামালেও একপর্যায় তাকেও উঠিয়ে নেয়া হয়। ইস্টার্ন ১৪ এপ্রিল ফাইনাল খেলবে রাইজিং স্টুডেন্টের বিপক্ষে। প্রথম সেমিফাইনালে রাইজিং টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় ক্রিপসা ফুটবল ক্লাবকে। এই লীগে ৬ গোল করেন বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা।
×