ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার লীগ হকিতে বিদেশী আম্পায়ার

প্রকাশিত: ০৬:৫১, ১৩ এপ্রিল ২০১৮

প্রিমিয়ার লীগ হকিতে বিদেশী আম্পায়ার

স্পোর্টস রিপোর্টার ॥ প্রিমিয়ার লীগ হকিতে বাজে আম্পায়ারিংয়ের অভিযোগ পুরনো। এ নিয়ে এবার কঠোর হচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। আশ্বাস মিলেছে নতুন মৌসুমে শুরু থেকেই থাকবে বিদেশী আম্পায়ার। এদিকে দলবদলে অংশ না নিলেও প্রিমিয়ারে খেলতে পারবে ঊষা ক্রীড়াচক্র। হকি মাঠে গ-গোল নতুন কোন বিষয় নয়। আম্পায়ারের সিদ্ধান্তকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনায় গত মৌসুমে স্টেডিয়ামের গ্যালারি ভাংচুর করে পাঁচ লাখ টাকা জরিমানা গুনতে হয়েছিল মেরিনার্সকে। এবার আগে থেকেই সতর্ক বাহফে। লীগের প্রথম রাউন্ড থেকেই দেখা যেতে পারে বিদেশী আম্পায়ার। সবকিছু ঠিকঠাক থাকলে মে মাসের প্রথম সপ্তাহে শুরু হবে হকির প্রিমিয়ার লীগ। লীগে অংশ না নিলে বাইলজ অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ফেডারেশন কর্তারা।
×