ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেয়ার বিক্রি করবেন মার্কেন্টাইল ব্যাংক উদ্যোক্তা

প্রকাশিত: ০৬:২৫, ১৩ এপ্রিল ২০১৮

শেয়ার বিক্রি করবেন মার্কেন্টাইল ব্যাংক উদ্যোক্তা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাজার দরে ৩০ হাজার শেয়ার বেচে দেয়ার ঘোষণা দিয়েছেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা মোঃ মিজানুর রহমান চৌধুরী। বর্তমানে তার হাতে কোম্পানিটির ৬৫ লাখ ৫৩ হাজার শেয়ার রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ৩০ কার্যদিবসের মধ্যে এ বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন হবে। সর্বশেষ সমাপ্ত ২০১৭ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ১৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার। সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৯ পয়সা। ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৭৪ পয়সায়। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য ৩০ এপ্রিল বেলা ১১টায় রাজধানীর বিজয়নগরের ফারস হোটেল এ্যান্ড রিসোর্টসে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে ব্যাংকটি। রেকর্ড ডেট ছিল ১৫ এপ্রিল। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয় মার্কেন্টাইল ব্যাংক। সে হিসাব বছরে মার্কেন্টাইল ব্যাংকের ইপিএস হয় ৩ টাকা ১ পয়সা। তাছাড়া ২০১৫ হিসাব বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেয় মার্কেন্টাইল ব্যাংক। ২০১৪ হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ পান কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
×