ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে শেখ রাসেল শিশুপার্কের নির্মাণ শুরু

প্রকাশিত: ০৭:০০, ১২ এপ্রিল ২০১৮

নীলফামারীতে শেখ রাসেল শিশুপার্কের নির্মাণ শুরু

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ শিশুপার্কের নির্মাণকাজ শুরু হয়েছে নীলফামারী শহরে। এটির নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধুর কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের নামে। অর্থাৎ শেখ রাসেল শিশুপার্ক। বুধবার সকালে ঠিকাদারি প্রতিষ্ঠান এই শেখ রাসেল শিশু পার্কের নির্মাণ কাজ শুরু করে। এটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে এক কোটি ৮৬ লাখ টাকা। নির্মাণকাজ শেষ হবে ২৭০ দিনের মধ্যে। দীর্ঘদিনের দাবি পূরণে শিশু পার্ক নির্মাণ কাজ শুরু হওয়ায় জেলা শহরের সকল মহলসহ শিশুদের মাঝে আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। জেলা শহরে শিশুপার্ক এবং শিশুদের বিনোদনের জায়গা না থাকায় অভিভাবকরা অনেকটা ঘরকুনোর মতোই ছিলেন। পার্কটির নির্মাণ কাজ শেষ হলে অভিভাবকরা শিশুদের নিয়ে বিনোদন এবং মন খুলে আলো-বাতাস ছড়িয়ে দিতে পারবেন শিশুদের মনে। বুধবার সকাল হতে শিশু পার্কে নির্মাণ কাজ শুরু হলেও এটি গত ৮ এপ্রিল রবিবার দুপুরে শহরের প্রধান শহীদ মিনার সংলগ্ন স্থানে শেখ রাসেল শিশুপার্ক নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনসহ শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নীলফামারী পৌরসভা সূত্র জানায়, দেশের ১৯টি পৌরসভার শহর ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় শিশুপার্কটি নির্মিত হচ্ছে।
×