ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে মায়ার নির্দেশ

প্রকাশিত: ০৫:২৬, ৯ এপ্রিল ২০১৮

দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে মায়ার নির্দেশ

বিশেষ প্রতিনিধি ॥ দুর্যোগে জনগণের কাছে থেকে আন্তরিকভাবে সেবা দিয়ে মানুষের জানমাল রক্ষা করে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বর্ষা মৌসুমের সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি নিয়ে মতবিনিময়কালে তিনি এই নির্দেশ দেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মোঃ রিয়াজ আহমেদের সভাপতিত্বে সভায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সকল পরিচালকসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মন্ত্রী এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কর্মচারী সমিতির নব নির্বাচিত সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করেন। উল্লেখ্য, ১৭ বছর পর এ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হলো।
×