ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১০ বছর আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয় ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৬:০৪, ৮ এপ্রিল ২০১৮

১০ বছর আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয় ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ১০ বছর আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয়। পুলিশকে নিয়ে আগে মানুষ বিরূপ মন্তব্য করত, কিন্তু এখন পুলিশকে মানুষ সাধুবাদ জানায়। আজ পুলিশ জনগণের বন্ধু হয়েছে। শুক্রবার রাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে বাংলাদেশ পুলিশ এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের সবক্ষেত্রে পুলিশ নিরাপত্তা নিশ্চিত করেছে। যে কারণে দেশে বিনিয়োগের পরিবেশে সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। এর ফলে আজ আমরা উন্নয়নশীল দেশের কাতারে। বঙ্গবন্ধু যে পুলিশের স্বপ্ন দেখেছিলেন পুলিশ আজ সেই জায়গায় গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশে বিনিয়োগ করলে দেশের জন্য মঙ্গল। কারণ পুলিশ দেশকে নিরাপদ রেখেছে বলেই আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে গিয়েছি। আসাদুজ্জামান খান কামাল জানান, দেশ, দেশের মানুষ নিরাপদ না থাকলে উন্নয়ন সম্ভব না। তাই বর্তমান সরকার পুলিশকে দেয়া সব সুযোগ-সুবিধাকে বিনিয়োগ হিসেবে বিবেচনা করে। পুলিশ বাহিনীর উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আমরা ইতোমধ্যে ৮০ হাজার পুলিশ সদস্য নিয়োগ দিয়েছি। ১০১টি পুরাতন থানার আধুনিকায়নে কাজ চলছে। এছাড়া ব্যারাক ও পুলিশ সদস্যদের থাকার জায়গা নির্মাণেরও কাজ চলছে। আসাদুজ্জামান খান কামাল জানান, থানার ওসিরা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করলে সে এলাকা নিরাপদ থাকবে। পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। পুলিশ বাহিনী যাতে তাদের সবকিছু পায় তার জন্য তিনি নির্দেশনাও দিয়েছেন। এ সময় পুলিশ সদস্যদের তুলে ধরা বিভিন্ন দাবি সরকার বিবেচনা করছে। একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী জানান, আমরা দেশ থেকে জঙ্গীবাদ ও সন্ত্রাসকে নির্মূল করতে সক্ষম হচ্ছি। বর্তমানে দেশে ভয়াবহ আকার ধারণ করেছে মাদক। তৃণমূল পর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে আমরা মাদককেও জঙ্গীবাদের মতো মোকাবেলা করব। পুলিশের মহাপরিদর্শক জানান, থানাকে ঘিরে মানুষের অনেক অভিযোগ রয়েছে। আপনাদের তাদের পাশে দাঁড়াতে হবে। তাদের সমস্যা সমাধান করতে হবে। তাহলেই আপনার ইমেজ ও পুলিশের সুনাম বৃদ্ধি পাবে। একই অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া জানান, স্বাধীনতাবিরোধী অপতৎপরতা দূর করতে বাংলাদেশ পুলিশ সব সময় তৎপর থাকবে। এর আগে বাংলাদেশ পুলিশ এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের ১০১ সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অভিষেক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মতিঝিল থানার অফিসার ইনচার্জ ও সভাপতি বাংলাদেশ পুলিশ এ্যাসোসিয়েশন মোহাম্মদ ওমর ফারুক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেজগাঁও থানার অফিসার ইনচার্জ ও বাংলাদেশ পুলিশ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম ও ১০১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। পুলিশ এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির অভিষেক উপলক্ষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠানে পারফর্ম করবেন ঢাকাই সিনেমার বেশ ক’জন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও তারকা।
×