ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গিনেস রেকর্ড গড়তে ঢাবিতে আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব শুরু আজ

প্রকাশিত: ০৫:৫৬, ৮ এপ্রিল ২০১৮

গিনেস রেকর্ড গড়তে ঢাবিতে আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব শুরু আজ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ‘নির্বাক শব্দেরা মুখরিত হোক মুক্তির আলোয়’ এই স্লোগানে তিন দিনব্যাপী আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব’-২০১৮ শুরু হচ্ছে আজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২য় বারের মতো এবারের এ আয়োজন রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চলবে। সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম এ্যাকশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি মীর লোকমান। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ‘ঢাকা ইউনিভার্সিটি মাইম এ্যাকশনের সভাপতি খায়রুল বাশার, সাধারণ সম্পাদক সানাউল হক সানী প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মীর লোকমান বলেন, বর্ণাঢ্য এ উৎসবে অংশ নিচ্ছে জাপান, আমেরিকান নিউ মাইম থিয়েটার, সার্বিয়া, ইরান, জার্মানি, নেপাল এবং ভারতের ২টি দল। এছাড়াও অংশ নেবে বাংলাদেশের মূকাভিনয়ে চর্চারত ১৫টি দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে থাকবে উৎসবের মূল আয়োজন। এছাড়াও সকাল ১০টায় এবং বিকেল ৪টায় শহীদ মিনার, কার্জন হল, কলা ভবন, শাহবাগসহ পুরো ক্যাম্পাস জুড়ে থাকবে রোড শো। ইতোমধ্যে ১০দিন যাবত পুরো ক্যাম্পাস এবং বিভিন্ন স্কুল, কলেজ ও ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিশেষভাবে সাজানো ট্রাকের মাধ্যমে রোড শো করা হয়েছে। আয়োজকরা জানান, গিনেস রেকর্ড সৃষ্টির লক্ষ্যে ৫০০ থেকে ১০০০ মানুষ একসঙ্গে মূকাভিনয় করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। বেলা ১১টায় এই গিনেস রেকর্ডে যে কেউ অংশ নিতে পারেন। তবে এ জন্য কোন পূর্ব অভিজ্ঞতা লাগবে না। তিন দিনের এই আয়োজনে থাকছে মূকাভিনয়ের ওপর কর্মশালা, সেমিনার, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে মূকাভিনয় প্রতিযোগিতা এবং পোস্টার প্রদর্শনী। অংশগ্রহণকারী সকলকেই ফ্রি টি-শার্ট, গ্লোভ্স, মেকআপ এবং অংশগ্রহণ সার্টিফিকেট দেয়া হবে বলে জানানো হয়। অংশগ্রহণ করার জন্য অনলাইনে প্রাথমিক নিবন্ধন করতে হবে। যে কোন বয়সী ব্যক্তি এই গিনেস রেকর্ডের জন্য অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণকারী সকলকে কালো প্যান্ট ও কালো কেডস্ বা কনভার্স পরে আসতে হবে।
×