ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

উন্নয়নের ধারা বজায় রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এগিয়ে আসতে হবে

প্রকাশিত: ০৮:৩৩, ৭ এপ্রিল ২০১৮

 উন্নয়নের ধারা বজায় রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এগিয়ে আসতে হবে

আগামী নির্বাচন হবে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে কি থাকবে না সে প্রশ্নে। দেশের মানুষ এখন বঙ্গবন্ধুর স্বপ্ন, ৩০ লাখ শহীদের স্বপ্ন পূরণের জন্য ঐক্যবদ্ধ। কিছু ব্যক্তি বিচ্ছিন্নভাবে মুক্তিযুদ্ধের ধারার বিরোধিতার মাধ্যমে দেশের উন্নয়ন ব্যাহত করার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে স্বাধীন বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে আসতে হবে। শুক্রবার বিকেলে গণতন্ত্রী পার্টির কাপাসিয়া উপজেলা কার্যালয়ে গণতন্ত্রী পার্টি কাপাসিয়া উপজেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়ামের অন্যতম সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার এ সব কথা বলেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির গাজীপুর জেলা কমিটির সভাপতি মনোজ কুমার গোস্বামী। শহীদুল্লাহ সিকদার বলেন, গণতন্ত্রী পার্টি একটি প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি মুক্তিযুদ্ধের চেতনায় দৃঢ়ভাবে বিশ^াসী। ত্যাগী নেতাকর্মী সমৃদ্ধ গণতন্ত্রী পার্টি আগামী সম্মেলনের মাধ্যমে আরও বেশি শক্তিশালী সংগঠন হিসেবে আবির্ভূত হবে যা আগামী নির্বাচনে একটি বিশেষ নিয়ামক ভূমিকা পালন করতে পারবে। মুক্তিযুদ্ধের ধারায় বাংলাদেশকে গড়ে তোলার বিকল্প এখন আর কিছু নেই। সারাবিশে^ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে। কাজেই এই ধারাকে অব্যাহত রাখতে হলে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে যার যার সামর্থ্য অনুযায়ী উন্নয়নে অবদান রাখতে হবে। তিনি বলেন, গণতন্ত্রী পার্টি গরিব সাধারণ মেহনতি মানুষের মুক্তির লক্ষ্যে অতীতে কাজ করেছে, বর্তমানেও কাজ করে যাচ্ছে, আগামীতেও কাজ করবে এবং গরিব সাধারণ মানুষকে সংগঠিত করে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হবে বলে আশা করেন। কাপাসিয়ার মানুষ মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে আগামী দিনেও দেশ গড়ার কাজে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করবে এটিই আমার প্রত্যাশা। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, জেলা কমিটির সভাপতি মনোজ কুমার গোস্বামী, বীর মুক্তিযোদ্ধা এমএ গনি, বীর মুক্তিযোদ্ধা বাবু মলিন চন্দ্র সাহা, রেজাউল করিম খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আউয়াল, বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ বজলুর রহমান। সম্মেলনে এমএ গনিকে সভাপতি ও মোঃ আবদুল আলীমকে সাধারণ সম্পাদক এবং উৎপল বণিককে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কাপাসিয়া উপজেলা গণতন্ত্রী পার্টির একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়। -বিজ্ঞপ্তি
×