ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত: ০৪:৩৭, ৭ এপ্রিল ২০১৮

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ উদ্বোধন  করবেন  প্রধানমন্ত্রী  শেখ হাসিনা

ফিরোজ মান্না ॥ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ আগামী ২৪ এপ্রিল ঢাকায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উৎক্ষেপণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। আর ২২ সদস্যের প্রতিনিধিদল যাচ্ছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উপস্থিত থাকবেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমসহ মন্ত্রণালয় ও বিটিআরসির ২২ কর্মকর্তা কর্মচারী। ইতোমধ্যে তাদের যুক্তরাষ্ট্র ভ্রমণের সরকারী আদেশও জারি হয়েছে। অবশ্য পুরো কাজটিই করবে নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স। সূত্র জানায়, প্রতিনিধিদলের অন্য সদস্যরা হচ্ছেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ সফিউল আলম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খান, ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার, আইএমইডি সচিব মফিজুল ইসলাম, পরিকল্পনা কমিশনের সদস্য জুয়েনা আজীজ, বিটিআরসি’র চেয়ারম্যান ড.শাহজাহান মাহমুদ, বিটিআরসি’র কমিশনার(আইন) জহুরুল হক, বিটিআরসি’র মহাপরিচালক দেলোয়ার হোসেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তরাষ্ট্র বিষয়ক অনু বিভাগের মহাপরিচালক ফেরদৌসী শাহরিয়ার, বিটিআরসি’র মহাপরিচালক এ কেম এম শহীদুজ্জামান, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ম প্রধান (পরিকল্পনা কমিশন থেকে দায়িত্বপ্রাপ্ত) ওসমান গনি তালুকদার, মন্ত্রী পরিষদ সচিবের ব্যক্তিগত সচিব এইচ এম নুরুল ইসলাম, বিটিআরসি’র পরিচালক (অর্থ) আশীষ কুমার কুন্ডু, আফতাব মোহাম্মদ রাশেদুল ওয়াদুদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সহকারী প্রধান (পরিকল্পনা কমিশন থেকে দায়িত্বপ্রাপ্ত) আব্দুল মান্নান, বিটিআরসি’র জ্যেষ্ঠ সহকারী পরিচালক মাহরিন আহসান, এস এম তাইফুর রহমান, মাহদি আহমাদ ও কাজী মইনুল হাসান। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক কর্মকর্তা বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্যদিয়ে বাংলাদেশ স্যাটেলাইট ক্লাবের সদস্য পদ লাভ করবে। এটা একটা বড় গৌরবের বিষয়। উৎপাদন ও লঞ্চার মেনিফেস্ট বিলম্বের কারণে আগামী ২৪ এপ্রিল উৎক্ষেপণ হবে। তবে স্পেসএক্স বলছে, প্রাকৃতিক কোন বিপর্যয় না হলে নির্ধারিত সময়েই স্যাটেলাইটটি উৎক্ষেপণ হবে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সে ‘ফ্যালকন-৯’ রকেট স্যাটেলাইটটিকে মহাকাশে পাঠাবে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বের ৫৭তম স্যাটেলাইট ক্ষমতাধর দেশের তালিকায় নাম লেখা হবে বাংলাদেশের। দেশের জন্য নিঃসন্দেহে এটা অনেক বড় অর্জন। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের জন্য রাশিয়ার উপগ্রহ কোম্পানি ইন্টারস্পুটনিকের কাছ থেকে কক্ষপথ (অরবিটাল স্লট) কেনা হয়েছে। মহাকাশের ১১৯ দশমিক ১ পূর্ব দ্রাঘিমায় প্রায় ২১৯ কোটি টাকায় ১৫ বছরের জন্য এই কক্ষপথ কেনা হয়েছে। স্যাটেলাইট পাঠানোর কাজটি বিদেশে হলেও এটি নিয়ন্ত্রণ করা হবে বাংলাদেশ থেকেই। এজন্য গাজীপুরের জয়দেবপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়ায় দুটি গ্রাউন্ড স্টেশন নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। যা নিয়ন্ত্রণে ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনের যন্ত্রপাতিও আমদানি করেছে বিটিআরসি। কয়েক দফা তারিখ পরিবর্তন হলেও স্যাটেলাইট নির্মাণ ব্যয় বাড়েনি। বিটিআরসি সূত্র মতে, সঠিকভাবে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করলে আটদিন পর এটি মহাকাশে বরাদ্দ পাওয়া ১১৯ দশমিক ১ পূর্ব দ্রাঘিমাংশের নির্দিষ্ট জায়গায় পৌঁছবে। কয়েক দফা তারিখ পরিবর্তনের পর এবার চূড়ান্তভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ সম্ভব হবে বলে জানিয়েছে বিটিআরসি। উৎক্ষেপণের পর মহাকাশে নিজ কক্ষপথে পৌঁছানোর পর সেখান থেকেই স্যাটেলাইটটি কার্যক্রম শুরু করতে পারবে। দেশের প্রায় ৩৭ স্যাটেলাইট টিভি চ্যানেলের কাছে ফ্রিকোয়েন্সি বিক্রির মাধ্যমে প্রায় ১২৫ কোটি ডলার আয় হবে। এসব চ্যানেল এখন বিদেশের বিভিন্ন স্যাটেলাইট থেকে ফ্রিকোয়েন্সি কিনে অনুষ্ঠান প্রচার করছে। এতে অনেক বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। তবে এসব টিভি চ্যানেল এখনকার প্রচলিত ক্যাবলভিত্তিক প্রচারের পরিবর্তে ছোট ডিশ এ্যান্টেনার ডাইরেক্ট টিভি সিগন্যাল পাবে। গাজীপুরে প্রায় ১৩ একর জায়গার ৫ একর জুড়ে বঙ্গবন্ধু স্যাটেলাইটের নিয়ন্ত্রণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। সেখানে বিদেশী প্রকৌশলীরা কাজ করছেন। বঙ্গবন্ধু স্যাটেলাইটে ৪০ ট্রান্সপন্ডার থাকবে, যার বিশটি বাংলাদেশ ব্যবহার করবে। বাকি ২০ বিদেশী বা প্রতিবেশী দেশের কাছে ভাড়া দেয়া হবে। উৎক্ষেপণের পরবর্তী এক বছর পর্যন্ত এর তদারক করবে নির্মাণকারী প্রতিষ্ঠান। এটি আগামী ১৮ বছর পর্যন্ত মহাকাশে থেকে প্রয়োজনীয় তথ্যাদি এবং কাজ করতে পারবে বলে সংশ্লিষ্টরা জানান।
×