ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বোল্টের গলায় হ্যাডলি মেডেল

প্রকাশিত: ০৪:১৯, ৭ এপ্রিল ২০১৮

বোল্টের গলায় হ্যাডলি মেডেল

স্পোর্টস রিপোর্টার ॥ বল হাতে দুর্দান্ত এক মৌসুম কাটানোর পুরস্কার পেলেন ট্রেন্ট বোল্ট। নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) ২০১৭-২০১৮ বর্ষসেরা ‘স্যার রিচার্ড হ্যাডলি মেডেল’ জিতে নিয়েছেন তুখোড় এই বাঁহাতি পেসার। এনজেডসি’র বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারও গেছে ২৮ বছর বয়সী সেনসেশনাল বোলারের পকেটে। অধিনায়ক ও তুখোড় উইলোবাজ কেন উইলিয়ামসনকে পেছনে ফেলে এই পুরস্কার বাগিয়ে নিয়েছেন তিনি। পরশু অকল্যান্ডে এ্যাওয়ার্ড নাইটটা যেন হয়ে উঠেছিল বোল্টময়। নিউজিল্যান্ডের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতেছেন অভিজ্ঞ রস টেইলর, আর টি২০’র মেডেলটা গেছে মারকাটারি ব্যাটসম্যান কলিন মুনরোর ঝুলিতে। ঘরোয়া লঙ্গার ভার্সনেও সেরা হয়েছেন সাবেক জাতীয় অধিনায়ক রস টেইলর, সুপার স্ম্যাশে (টি২০) এন্থনি ডেভচিচ। আর ওয়ানডেতে সেরা নারী ক্রিকেটার সোফি ডিভাইন। ২০১৭-১৮ মৌসুমে তিন ফরমেট মিলিয়ে ৭৭টি উইকেট পেয়েছেন বোল্ট। নিউজিল্যান্ডের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে ছুঁয়েছেন ২০০ উইকেটের মাইলফলক। ওয়ানডেতে ইতিহাসে ষষ্ঠ দ্রুততম বোলার হিসেবে এই মৌসুমেই ১০০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন তিনি। সবমিলিয়ে বর্ষসেরা ক্রিকেটার পুরস্কার জয়ের দাবিদার হয়ে উঠেছিলেন এই পেসার। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তুলে নেন ১৫ উইকেট। তার নৈপুণ্যেই সিরিজ জিতে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের। ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেয়া উইলিয়ামসনের সামনে হ্যাটট্রিক তৃতীয়বারের মতো বর্ষসেরার পুরস্কার জেতার সুযোগ ছিল। তবে ট্রেন্ট বোল্টের কাছে হার মানতে হয় তাকে। নিউজিল্যান্ড ক্রিকেট এ্যাওয়ার্ড অনুষ্ঠানে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘স্যার রিচার্ড হ্যাডলি মেডেল’ ও এবং বর্ষসেরা টেস্টÑ দুটো মেডেল ওঠে বোল্টোর হাতে। সাত বছরের ক্যারিয়ারে ৫৪ টেস্ট, ৬৬ ওয়ানডে ও ২৫ টি২০তে তার শিকার সংখ্যা যথাক্রমে ২১৫, ১২২ ও ৩৭। এদিকে ওয়ানডেতে বছরের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রস টেইলর। তৃতীয়বারের মতো এই পুরস্কার পেলেন তিনি। গত বছরে ৭৮ গড়ে রান তুলেছেন তিনি। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ১৮১ রানের অপরাজিত এক ইনিংস খেলেন টেইলর। পাশাপাশি প্রথম শ্রেণীর ক্রিকেটের জন্য ‘রেডপাথ কাপ’ও গেছে ৩৫ বছর বয়সী অভিজ্ঞ এই ব্যাটসম্যানের হাতে। আর নিউজিল্যান্ডের প্রথম শ্রেণীর ক্রিকেটে সেরা বোলারের পুরস্কার জিতেছেন দ্রুতগতির পেসার নেইল ওয়াগনার। আন্তর্জাতিক টি২০’র সেরা কলিন মুনরো। এ্যাওয়ার্ড নাইটে মেয়েদের সেরা ওয়ানডে খেলোয়াড় হয়েছেন সোফি ডিভাইন। মেয়েদের টি২০ খেলোয়াড় তিনি। ২৮ বছর বয়সী ব্যাটারের গড় যথাক্রমে ৫৫ ও ৩১। স্যার রিচার্ড হ্যাডলি মেডেলসহ মোট ১২টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয় এদিন।
×