ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ॥ চ্যাম্পিয়ন আবাহনী, বোলিংয়ে মাশরাফি, ব্যাটিংয়ে শান্ত সেরা

আবাহনীর জয়জয়কার

প্রকাশিত: ০৪:১৮, ৭ এপ্রিল ২০১৮

আবাহনীর  জয়জয়কার

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের ২০১৭-১৮ মৌসুমে আবাহনী লিমিটেডের জয়জয়কার হয়েছে। শিরোপা জিতেছে আবাহনী। বোলিংয়ে আবাহনীর মাশরাফি বিন মর্তুজা সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। ৩৯ উইকেট নিয়েছেন। আর ব্যাট হাতে আবাহনীরই নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ রান করেছেন। ৫৭.৬১ গড়ে ৭৪৯ রান করেছেন। মাশরাফি এবার ঢাকা লীগে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন। অভিজ্ঞ এ পেসার যে এখনও ৩৪ বছর বয়সে কতটা সিরিয়াস খেলেন তা বুঝিয়েছেন। আর তাইতো বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল বলেছিলেন, ‘উনার (মাশরাফির) ক্যারিয়ার শেষ দিকে। এমন সময়ে এসে এ রকম পারফর্ম করা সহজ নয়। এটাই প্রমাণ করে, উনি ঘরোয়া লীগকেও কতটা গুরুত্ব সহকারে নিয়েছেন। উনি যদি পাঁচ বা দশভাগ কম দিয়েও খেলতেন, তাহলে এই অর্জন তিনি পেতেন না। যারা তাকে আদর্শ মনে করেন বা বাংলাদেশ দলের বোলার হতে চান, তাদের জন্য মাশরাফির এই পারফর্মেন্স একটা অসাধারণ উদাহরণ।’ এবার লীগে মাশরাফি সর্বোচ্চ উইকেট নেয়ার সঙ্গে এক মৌসুমে লিস্ট এ ক্রিকেটে দেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট (৩৮টি) নেয়ার রেকর্ডও গড়েছেন। শেষ পর্যন্ত ১৬ ম্যাচে ৩৯ উইকেট শিকার করেন ‘নড়াইল এক্সপ্রেস’। এর মধ্যে দুইবার করে ম্যাচে ৫ উইকেট ও ৪ উইকেট শিকার করেন। এক ম্যাচে ৬ উইকেটও নেন তিনি। মাশরাফি ঘরোয়া কোন দলে থাকা মানেই যেন দল চ্যাম্পিয়ন হওয়া। বিপিএলে তা বারবার প্রমাণ হয়েছে। লীগে এবার আবাহনীতে আবারও প্রমাণ হলো। এবার আবাহনী দাপটের সঙ্গে খেলেই চ্যাম্পিয়ন হলো। সেই দলের বোলার মাশরাফি যেমন বল হাতে সেরা হলেন। সেখানে ব্যাট হাতে শান্ত দেখালেন সেরার তকমা। ১৬ ম্যাচে ৭৪৯ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান হয়েছেন শান্ত। ৪টি সেঞ্চুরি ও ২টি হাফসেঞ্চুরি করেছেন। মোহাম্মদ আশরাফুল ৫টি সেঞ্চুরি করেছেন। যা এবার লীগের সর্বাধিক সেঞ্চুরি। কিন্তু শান্ত চারটি সেঞ্চুরি করার সঙ্গে ২টি হাফসেঞ্চুরি করে সবচেয়ে এগিয়ে গেছেন। বাজিমাত করেছেন। বরাবরই শান্ত ঘরোয়া লীগে ভাল খেলেন। এবার সবাইকে ছাপিয়ে এক নম্বরে চলে গেলেন। মৌসুমের শেষদিনে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৯৪ রানে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে আবাহনীর ক্রিকেটাররা। এই ম্যাচে অধিনায়ক নাসির হোসেনের সঙ্গে সেঞ্চুরি হাঁকান শান্তও। কি দুর্দান্ত ব্যাটিং করেছেন। আর মাশরাফি তো টানা বল হাতে নৈপুণ্য দেখিয়েই গেছেন। শান্তর পরেই আছেন আবাহনীরই এনামুল হক বিজয় (৭৪৪)। ৭২০ রান নিয়ে তৃতীয় স্থানে রূপগঞ্জ দলপতি নাঈম ইসলাম। প্রাইম দোলেশ্বরের ফজলে মাহমুদ করেছেন ৭০৮ রান। ডিপিএল থেকে অবনমনে প্রথম বিভাগ প্রতিযোগিতায় নেমে যাওয়া কলাবাগান ক্রীড়াচক্রের হয়ে উজ্জ্বল ছিলেন মোহাম্মদ আশরাফুল। সর্বাধিক পাঁচটি সেঞ্চুরির সঙ্গে ১৩ ম্যাচে করেছেন ৬৬৫ রান। বোলিংয়ের সেরা পাঁচে ৩৪ বছর বয়সী মাশরাফির ধারে কাছেও কেউ নেই। দ্বিতীয় স্থানে ২৯টি উইকেট নিয়েছেন রূপগঞ্জের বাঁহাতি স্পিনার আসিফ হাসান ও পেসার মোহাম্মদ শহীদ এবং দোলেশ্বরের ফরহাদ রেজা। ১১ ম্যাচে ২৮টি উইকেট নিয়ে পাঁচ নম্বরে মোহামেডানের উঠতি বাঁহাতি ফাস্ট বোলার কাজী অনিক।
×