ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

খুলনায় অগ্নিকান্ডে ১৪ দোকান ভস্মীভূত

প্রকাশিত: ০৪:০৩, ৭ এপ্রিল ২০১৮

খুলনায় অগ্নিকান্ডে  ১৪ দোকান  ভস্মীভূত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ মহানগরীর রূপসা এলাকায় ফার্নিচার মার্কেটে অগ্নিকান্ডে ১৪ দোকান পুড়ে গেছে। শুক্রবার ভোর ৫টার দিকে নগরীর পশ্চিম রূপসা এলাকার খানজাহান আলী রোডের পার্শ্ববর্তী ফার্নিচার মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভাতে সক্ষম হয়। এ অগ্নিকান্ডে ১ কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানায়, ভোর ৫টার দিকে ফার্নিচার মার্কেটের একটি ঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। আগুন মূহূর্তের মধ্যে পাশের দোকানে ছড়িয়ে পড়ে। একে একে ফার্নিচার মার্কেটের ১৪টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফার্নিচার মার্কেটের কালামের দোকানের কর্মচারী কুতুব উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন আগুন দাউ দাউ জ্বলছে। এতে তার মালিকের দোকানসহ ১৩-১৪টি ফার্নিচারের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। নগরীর টুটপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মামুন বলেন, আগুন লাগার খবর পেয়েই তাদের স্টেশনের দুইটি ও বয়রা স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার উপদ্রব থেকে রক্ষার জন্য জ্বালিয়ে রাখা কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। . পটিয়ায় ৮ ঘর নিজস্ব সংবাদদাতা, পটিয়া থেকে জানান, পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ১নং ওয়ার্ডের মধ্যপাড়ায় অগ্নিকান্ডে ৮ বসতঘর পুড়ে ছাই হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার কচুয়াই ইউনিয়নের সূর্য মিত্রের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে অমূল্য সেন, সূর্য মিত্র, বরুন মিত্র, তপন মিত্র, নির্মল সেন, শ্যামল মিত্র, সমীর মিত্র ও তরুন মিত্রের বসতঘরের অর্থ, স্বর্ণালঙ্কার, মালামালসহ অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। জানা গেছে, শুক্রবার ভোরে রান্না ঘরের চুলা থেকে আগুনে ৮টি বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
×