ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিজিবি অভিযানে মার্চে ১০৫ কোটি টাকার দ্রব্য জব্দ

প্রকাশিত: ০৩:৫৬, ৭ এপ্রিল ২০১৮

বিজিবি অভিযানে মার্চে ১০৫ কোটি টাকার দ্রব্য জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মার্চ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১০৫ কোটি ১২ লক্ষ ১৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত মাদকের মধ্যে রয়েছে ২১,৪৫,৯০১ পিস ইয়াবা ট্যাবলেট, ৮,৫৫২ বোতল বিদেশী মদ, ১৬৮ লিটার বাংলা মদ, ৪,৫০৮ ক্যান বিয়ার, ৩৩,০১৩ বোতল ফেনসিডিল, ২,২২০ কেজি গাঁজা, ৫ কেজি ৭০০ গ্রাম হেরোইন, ৫,৭৮৫টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, নেশাজাতীয় ইনজেকশন ১,৩১৫ এবং ১৪,৭৬,৭৬০টি অন্যান্য ট্যাবলেট। আটককৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে ১৩ কেজি ৪৫০ গ্রাম স্বর্ণ, ৮,৪৬০টি শাড়ি, ১,৬৪৪ থ্রিপিস/শার্টপিস, ১৮৬ মিটার থান কাপড়, ৯৫০ তৈরি পোশাক ও ৪০,৯১৯ সিএফটি কাঠ। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩ পিস্তল, ২ বন্দুক, ১টি রিভলবার, ১৩ রাউন্ড গুলি এবং ৩টি ম্যাগজিন।-বিজ্ঞপ্তি।
×