ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৭:৪৯, ৬ এপ্রিল ২০১৮

নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ঝিগাতলায় এক নিরাপত্তাকর্মীকে খুন করা হয়েছে। এদিকে শাহজালালে আমদানি নিষিদ্ধ বিদেশী আট হাজার ৪শ’ ৫০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর ঝিগাতলায় মামুন (৩০) নামে এক নিরাপত্তাকর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে। ঘটনার পর ঘাতক শাওন পালিয়ে গেছে। পুলিশ এখন পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ জানায়, হাজারীবাগের ঝিগাতলার গাবতলা মসজিদের পাশে মনেশ্বর রোডের একটি বাড়িতে মামুন নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করত। স্থানীয়রা জানান, বুধবার রাতে শাওন নামে এক তরুণ ওই বাসার সামনে আড্ডা দিতে আসে। বাসার নিরাপত্তার স্বার্থে তাকে আড্ডা দিতে নিষেধ করে। এতে শাওন ওই নিরাপত্তাকর্মীর ওপর হামলা চালায়। এসময় নিরাপত্তাকর্মী মামুন তার হাতে থাকা লাঠি দিয়ে শাওনকে আঘাত করে। এতে ক্ষিপ্ত হয়ে শাওন তার বাসায় গিয়ে ধারালো ছুরি নিয়ে আসে। পরে গভীররাতে সুযোগ বুঝে ওই ভবনে ঢুকে নিরাপত্তাকর্মী মামুনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ২ টার দিকে তার মৃত্যু হয়। বিদেশী সিগারেট জব্দ ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ বিদেশী আট হাজার ৪শ’ ৫০ কার্টন সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্র জানায়, বুধবার রাত ১২ টার দিকে দুবাই থেকে আসা ফ্লাইট ইকে-৫৮৪ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা বিমানবন্দরের এপ্রোন এলাকায় বিশেষ নজরদারি বজায় রাখে। নজরদারির অংশ হিসেবে শুল্ক গোয়েন্দারা কার্গোহোল থেকে ফ্রেশ ফ্রুট ঘোষণায় আনা তিনটি কার্টন শনাক্ত ও আটক করা হয়। মাদক বিক্রেতাদের হামলায় নিয়ন্ত্রণ অধিদফতরের তিন সদস্য আহত ॥ মাদক বিক্রেতাদের হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তিন সদস্য আহত হয়েছে। এ ঘটনায় গ্রেফতার হয়েছে পাঁচ জন। বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় অভিযানকালে মাদক বিক্রেতাদের হামলায় আহত হন পরিদর্শক নিজাম উদ্দিন খান, সহকারী উপ-পরিদর্শক নাজমুল হুদা ও সিপাহি আবু ইউসুফ। দ্বীন ইসলাম ওরফে দিনা নামের একজনকে ৫শ’ পিস ইয়াবাসহ গ্রেফতারের পরেই হামলার ঘটনাটি ঘটে। হামলাকারীরা দা-বঁটি, রড, লাঠি ও ইট পাথর দিয়ে হামলা করে অভিযানকারীদের যানবাহন ভাংচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযানকারীদের উদ্ধারসহ ৫ জনকে গ্রেফতার করে।
×