ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লালদীঘি ময়দানে জাতীয় পার্টির মহাসমাবেশ কাল

প্রকাশিত: ০৫:১৮, ৬ এপ্রিল ২০১৮

লালদীঘি ময়দানে জাতীয় পার্টির মহাসমাবেশ  কাল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জাতীয় পার্টি ও সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দু’দিনের সাংগঠনিক সফরে শুক্রবার চট্টগ্রামে আসছেন। শনিবার তিনি যোগ দেবেন নগরীর লালদীঘি মাঠে আয়োজিত মহাসমাবেশে। সম্মিলিত জাতীয় জোটের এ সমাবেশে বিপুল জনসমাগম ঘটবে বলে আশা করছেন নেতৃবৃন্দ। সাবেক রাষ্ট্রপতির সঙ্গে চট্টগ্রামে আসছেন জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, সাবেক মহাসচিব প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ এমপি, স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপিসহ জাতীয় পার্টি এবং সম্মিলিত জাতীয় জোটের অন্তর্ভুক্ত সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মহাসমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এরশাদের মহাসমাবেশে লাখো মানুষের সমাগম ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করে নেতৃবৃন্দ বলেন, এ দেশের মানুষ দ্বিদলীয় শাসন ব্যবস্থার পরিবর্তে প্রকৃত দেশদরদি নেতৃত্বকে শাসন ক্ষমতায় দেখতে চায়। সাবেক রাষ্ট্রপতির আগমনে চট্টগ্রামের সর্বত্র এরশাদ-এরশাদ রব উঠেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটকে ক্ষমতায় আনবে।
×