ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুলনার ১০ রাজাকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ পেশ

প্রকাশিত: ০৫:১৫, ৫ এপ্রিল ২০১৮

   খুলনার ১০ রাজাকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ পেশ

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে খুলনার ডুমুরিয়া থানার শেখ আব্দুর রহিমসহ ১০ রাজাকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন পক্ষ। অন্যদিকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের আব্দুল সালামসহ ৯ রাজাকারের বিরুদ্ধে অভিযোগের ওপর শুনানির দিন নির্ধারণ করা হয়েছে ৯ মে। চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার এ আদেশ প্রদান করে। এ সময় প্রসিকিউশন পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, প্রসিকিউটর হৃষিকেশ সাহা, আবুল কালাম ও শেখ মুশফিকুর কবির। প্রসিকিউটর শেখ মুশফিক কবির জনকণ্ঠকে বলেন, খুলনার ডুমুরিয়ার ১০ রাজাকারের অভিযোগ ট্রাইব্যুনালে জমা দিয়েছি। গত বছরের ২৬ ডিসেম্বর তদন্ত সংস্থা খুলনার ১১ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে। এর মধ্যে পরে আসামি আক্কাস সরদার মারা যায়। বাকি দশজনের মধ্যে ওমর আলী ফকির পলাতক রয়েছে। গ্রেফতার হয়েছে শেখ আব্দুর রহিম, সামছুর রহমান গাজী ওরফে মেজো ভাই, জাহান আলী বিশ্বাস, নাজের আলী ফকির, মোঃ শাহজাহান সরদার, আব্দুল করিম শেখ ওরফে আবদুল মেম্বার, আবু বক্কার সরদার, মোঃ রওশন গাজী ওরফে রওশন মল্লিক এবং সোহরাব হোসেন সরদার ওরফে মুহাম্মদ আবদুল হামিদ। আসামিদের বিরুদ্ধে হত্যা, লুট ও আগুন ধরিয়ে দেয়ার মতো ৬ অভিযোগ আনা হয়েছে। আসামিদের বিরুদ্ধে ২২ জনকে হত্যা ও ৫৬ থেকে ৬৭ বাড়ি লুটপাট করার পর আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ রয়েছে। এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের আব্দুস সালামসহ ৯ রাজাকারের বিরুদ্ধে অভিযোগের শুনানির দিন নির্ধারণ করা হয়েছে ৯ মে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ দিন নির্ধারণ করেছে। আসামিদের বিরদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, আটক, অপহরণ, অগ্নিসংযোগসহ মোট ৮ অভিযোগ পাওয়া গেছে। মুক্তিযুদ্ধের সময় ১০১ জনকে হত্যা, ১১০/১১২ বাড়িতে অগ্নিসংযোগ, একজনকে ধর্ষণ ও ১২/১৩ জনকে নির্যাতনে গুরুতর আহত করার তথ্য-প্রমাণ পাওয়া গেছে।
×