ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সংগ্রামের চূড়ান্ত রূপ স্বাধীনতা’

প্রকাশিত: ০৫:১০, ৫ এপ্রিল ২০১৮

  ‘মুক্তিযুদ্ধ পূর্ববর্তী  সংগ্রামের চূড়ান্ত  রূপ স্বাধীনতা’

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধের পরিপ্রেক্ষিত অনেক বড়। ঐতিহাসিক এক বৃহৎ প্রেক্ষাপটে আমাদের স্বাধীনতা আন্দোলন এগিয়েছে। মুক্তিযুদ্ধের পূর্ববর্তী আন্দোলন সংগ্রামের চূড়ান্ত রূপ বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মমতাজুর রহমান তরফদার সভাকক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক সেমিনারে উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্র এই সেমিনারের আয়োজন করেন। বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান বলেন, ইতিহাসের ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিষ্ঠান, স্থাপনা ও প্রাঙ্গণের সুনির্দিষ্ট ভূমিকা আছে। এই প্রাঙ্গণ ও স্থাপনায় গ্রহণ করা হয়েছিল নানা কর্মসূচী। সেইসব ভূমিকা বিভিন্ন লেখনীর মাধ্যমে উপস্থাপন করা দরকার। এটি তুলে ধরার জন্য এই ধরণের গবেষণা কার্যক্রম গ্রহণ একটি মহতি উদ্যোগ। বিশেষ করে নতুন প্রজন্মের জন্য এটি অত্যন্ত সহায়ক। এই উদ্যোগ গ্রহণ করার জন্য উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রকে উপাচার্য ধন্যবাদ জানান। অনুষ্ঠিত সেমিনারে দুটি প্রবন্ধ উপস্থাপিত হয়। ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন: বাংলাদেশের মুক্তিযুদ্ধের কেন্দ্রস্থল’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবদুল বাছির, আলোচনা করেন অধ্যাপক ড. আশফাক হোসেন। ‘মধুর কেন্টিন: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক মুক্তিসংগ্রামের সূতিকাগার’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদুর রহমান, আলোচনা করেন অধ্যাপক ড. মোসবাহ কামাল। এর আগে উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রের সংস্কারকৃত কক্ষ উদ্বোধন করেন উপাচার্য। এ ছাড়া কেন্দ্রের ওয়েবসাইট (http:// carh.du.ac.bd) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
×