ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেয়র পদে বিএনপি ও জামায়াত নেতাসহ ৩ জনের মনোনয়ন পত্র সংগ্রহ

প্রকাশিত: ০৫:০৯, ৫ এপ্রিল ২০১৮

মেয়র পদে বিএনপি ও  জামায়াত নেতাসহ  ৩ জনের মনোনয়ন  পত্র সংগ্রহ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুর সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য দ্বিতীয় দিনে বুধবার মেয়র পদে স্বতন্ত্র তিন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমিরও রয়েছেন। বুধবার বিকেল পর্যন্ত সাধারণ সদস্য পদে ১৩৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬সহ মোট ১৭৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র ও ভোটার তালিকার সিডি সংগ্রহ করেছেন। রিটার্নিং অফিসের কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের এবারের নির্বাচনের প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ মঙ্গলবার থেকে শুরু হয়। প্রথম দিনে কোন প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেননি। বুধবার দুপুরে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির এস এম সানাউল্লাহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদিন বিকেলে বিএনপির পক্ষে গাজীপুর জেলা বিএনপির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শওকত হোসেন সরকার এবং ইসলামী ঐক্যজোটের পক্ষে দলের কেন্দ্রীয় নেতা ফজলুল হক তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। গাজীপুর জেলা বিএনপির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শওকত হোসেন সরকার বলেন, দেশনেত্রী খালেদা জিয়া গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথমবারের নির্বাচন থেকে আমাকে বিরত থাকতে বলেছিলেন। তিনি আমাকে পরবর্তী সময়ের জন্য অপেক্ষা করতে পরামর্শ দেন। সেই আশায় এবার আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি। রিটার্নিং কর্মকর্তা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের এবারের নির্বাচনে বুধবার বিকেল পর্যন্ত দুইদিনে মেয়র পদে ৩জন এবং সাধারণ সদস্য পদে ১৩৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬সহ মোট ১৭৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র ও ভোটার তালিকার সিডি সংগ্রহ করেছেন। তবে কেউ মনোনয়নপত্র দাখিল করেন নি। গত ৩১ মার্চ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়ার শেষ সময় হলো ১২ এপ্রিল, প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ১৫-১৬ এপ্রিল এবং প্রার্থিতা (মনোনয়নপত্র) প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল। ২৪ এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে এবং ১৫ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন।
×