ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের কানাডায় আশ্রয় দেয়ার সুপারিশ করলেন ট্রুুডোর বিশেষ দূত

প্রকাশিত: ০৫:০৫, ৫ এপ্রিল ২০১৮

রোহিঙ্গাদের কানাডায় আশ্রয় দেয়ার সুপারিশ করলেন ট্রুুডোর বিশেষ দূত

জনকণ্ঠ ডেস্ক ॥ মিয়ানমারে জাতিগত নিধনযজ্ঞের ভয়াবহতায় নিজ জন্মভূমি থেকে বিতাড়িত রোহিঙ্গাদের কানাডায় আশ্রয় দেয়ার সুপারিশ করেছেন কানাডীয় রাজনীতিক বব রে। একইসঙ্গে চলমান মানবিক সঙ্কটের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির সুপারিশ করেছেন রোহিঙ্গা সঙ্কটে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো’র এই বিশেষ দূত। ৩ মার্চ মঙ্গলবার রোহিঙ্গা সঙ্কট নিয়ে এক প্রতিবেদনে তিনি এসব সুপারিশ করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কানাডাভিত্তিক সম্প্রচার মাধ্যম সিটিভি। -খবর ওয়েবসাইটের। ‘টেল দেম উই আর হিউম্যান’ শিরোনামের প্রতিবেদনে রোহিঙ্গা সঙ্কট নিরসনে কানাডাকে নেতৃস্থানীয় ভূমিকা পালনের আহ্বান জানান বব রে। আশ্রয় দেয়া রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয়ারও সুপারিশ জানান এই কানাডীয় রাজনীতিক। বব রে বলেন, মিয়ানমারে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হওয়ার প্রমাণ রয়েছে। এই প্রতিবেদন প্রকাশের পর কানাডা সরকার জানিয়েছে, তারা বব রের প্রতিবেদনটি পড়ে দেখছেন। এ নিয়ে আসন্ন দিন ও সপ্তাহগুলোতে তারা আরও বেশি কিছু করতে আগ্রহী। বব রের প্রতিবেদনে রোহিঙ্গা নিধনযজ্ঞের ঘটনায় যুদ্ধাপরাধ সংঘটিত হওয়ার বিষয়ে তদন্তের উদ্যোগ নেয়ার কথা বলা হয়েছে। তবে একইসঙ্গে এতে মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী আউং সান সুচির সম্মানজনক কানাডীয় নাগরিকত্ব বাতিল না করার আহ্বান জানানো হয়েছে। ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। অক্টোবরে টরেন্টোর সাবেক এমপি বব রেন্ডকে মিয়ানমারের বিশেষ দূত নিয়োগ দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তদন্ত শেষে এ সঙ্কট নিয়ে তিনি প্রতিবেদন জমা দেন।
×