ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সারাদেশে দলের দ্বন্দ্ব কোন্দলের শিকড় সন্ধানে আওয়ামী লীগ কমিটির কাজ শুরু

প্রকাশিত: ০৬:০৫, ৪ এপ্রিল ২০১৮

সারাদেশে দলের দ্বন্দ্ব কোন্দলের শিকড় সন্ধানে আওয়ামী লীগ কমিটির কাজ শুরু

বিশেষ প্রতিনিধি ॥ সারাদেশে দলের মধ্যে সৃষ্ট দ্বন্দ্ব-কোন্দলের শিকড় সন্ধানে কাজ শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের গঠিত পাঁচ সদস্যের কমিটি। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে গঠন করা এই কমিটি তিন দিনের মাথায় মঙ্গলবার বৈঠক করেছেন সদস্যরা। প্রথম বৈঠকে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পরাজয়ের কারণ অনুসন্ধানে পরাজিত দুই প্রার্থীকে ডেকে কথা বলেছে কমিটি। এছাড়া দলের তৃণমূলের কোন্দলের কারণ অনুসন্ধানে বেশকিছু বিষয়ে কথা বলেছে আওয়ামী লীগের এই কমিটি। জানা গেছে, মঙ্গলবার বিকেলে কমিটির প্রধান ও দলের সভাপতিম-লীর সদস্য কাজী জাফর উল্লাহ’র সভাপতিত্বে তাঁর বনানীর ব্যবসায়িক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তৃণমূলের কোন্দল-দ্বন্দ্ব নিরসনে অধিক কোন্দলপূর্ণ এলাকার নেতাদের ঢাকায় তলব করে আলোচনার মাধ্যমে তা নিরসনের সিদ্ধান্ত নিয়েছে এই কমিটি। কমিটির নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, কেন্দ্রীয় কমিটির বৈঠকে বেঁধে দেয়া সময়সীমার মধ্যেই পাঁচ সদস্যের কমিটি তৃণমূলের দ্বন্দ্ব- কোন্দলের কারণ অনুসন্ধান করে দলীয় প্রধান শেখ হাসিনার কাছে প্রতিবেদন জমা দেবে। কমিটির সদস্যরা জানিয়েছেন, ১৫ দিন বেঁধে দিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। তারা নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দিতে দ্রুতই অর্পিত দায়িত্ব সম্পন্ন করার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। বৈঠক সূত্রে জানা গেছে, প্রথম বৈঠকেই সদ্য অনুষ্ঠিত সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পরাজিত আওয়ামী লীগের দুই প্রার্থীর সঙ্গে কথা বলেন কমিটির সদস্যরা। পরাজিত দুই প্রার্থী কমিটির নেতাদের সামনে তাদের পরাজয়ের কারণগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। এরপর তাদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাইয়ের পাশাপাশি পরাজয়ের জন্য প্রধান দায়ীদের বুধবার ডেকে কথা বলবে কমিটি। এভাবে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে আগামী ৬ এপ্রিলের মধ্যে পরাজয়ের মূল কারণ খুঁজে বের করা হবে। বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির পরাজয়ের কারণ অনুসন্ধানের পর আগামী ৭ এপ্রিল থেকে গঠিত কমিটি সারাদেশের দলীয় কোন্দলের কারণ অনুসন্ধানে কাজ শুরু করবে। ওইদিন দলের আট বিভাগের দায়িত্বে থাকা দলের সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক করবে কমিটি। সাংগঠনিক সম্পাদকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে সবচেয়ে বেশি কোন্দলপূর্ণ এলাকা চিহ্নিত করে ওইসব এলাকার নেতাদের ঢাকায় তলব করা হবে। তৃণমূলের ওইসব নেতার সঙ্গে কথা বলে কোন্দল মীমাংসার চেষ্টার পাশাপাশি তাদের থেকে তথ্য সংগ্রহ করবে কমিটি। ওই সব তথ্য পর্যালোচনা করে আগামী ১৫ দিনের মধ্যে কমিটি দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে। উল্লেখ্য, সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের ভরাডুবি, বিদ্রোহী প্রার্থীদের কারণে স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের পরাজয় ও সারা দেশে কোন্দলের কারণ অনুসন্ধানে গত শনিবার আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের বৈঠকে সর্বসম্মতিক্রমে ৫ সদস্যের অনুসদ্ধান কমিটি গঠন করা হয়। ওই কমিটির প্রধান করা হয়েছে দলের সভাপতিম-লীর সদস্য কাজী জাফর উল্লাহকে। কমিটির অন্য সদস্যরা হলেন- দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ডাঃ দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান।
×