ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রিটার্নিং অফিসারকে সহায়তা করবে

দুই সিটি নির্বাচন সম্পন্ন করতে ইসির সমন্বয় কমিটি

প্রকাশিত: ০৫:৫৩, ৪ এপ্রিল ২০১৮

দুই সিটি নির্বাচন সম্পন্ন করতে ইসির সমন্বয় কমিটি

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দুই সিটিতে আলাদা সমন্বয় কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। ইসির পক্ষ থেকে জানান হয়েছে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য এই সমন্বয় কমিটি রিটার্নিং অফিসারকে সহায়তা প্রদান করবে। প্রধান নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এই সমন্বয় কমিটি গঠন করা হয়। এতে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য খুলনার বিভাগীয় কমিশনারকে আহ্বায়ক করে ১২ সদস্য বিশিষ্ট এই সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। যেখানে ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারকে সদস্য হিসেবে রাখা হয়েছে। সমন্বয় সেলে সদস্য সচিব হিসেবে কাজ করবেন জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা। এ দিকে গাজীপুর সিটি নির্বাচনের জন্য ঢাকা বিভগীয় কমিশনারকে আহ্বায়ক করেও ১২ সদস্যের সমন্বয় সেল গঠন করা হয়েছে। কমিশনের কর্মকর্তারা জানান এই সমন্বয় কমিটির কাজ হবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং নির্বাচনের লেবেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, মোবাইল কোর্টের কার্যক্রম মনিটর করা, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে রিটার্নিং অফিসারকে সহায়তা করা, প্রতি সপ্তাহে একবার সভা করে সভার কার্য বিবরণী কমিশনের প্রেরণের দায়িত্ব পালন করতে হবে এই সমন্বয় কমিটিকে। এর আগে গত ৩১ মার্চ গাজীপুর এবং খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ১৫ মে এই দুই সিটি ভোট গ্রহণ করা হবে। এ নির্বাচনে মেয়র পদে দলীয় ভিত্তিতে ভোট হবে বিধায় কমিশনের পক্ষ থেকে ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের কাছে প্রার্থী মনোনয়নে দলের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবী ও নমুনা স্বাক্ষর জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। আগামী সোমবারের মধ্যে এই তালিকা ইসিতে জমা দিতে হবে। এ ছাড়া ১৫ মে নির্বাচনের জন্য আরও ৫৩টি স্থানীয় সরকার পরিষদের নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে ইসি। এর মধ্যে ৫টি ইউনিয়ন পরিষদে এবং দুটি পৌরসভা এবং একটি নবগঠিত উপজেলায় সাধারণ নির্বাচন হবে। বাকিগুলোতে উপনির্বাচনে বিভিন্ন পদে ভোট গ্রহণ করা হবে। ৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে রয়েছে মুন্সীগঞ্জের পাঁচগাঁও, ফজলুপুর, গাইবান্ধার চন্ডিপুর, যশোরের হরিহর নগর ও ঝালকাঠির পোনাবালিয়া। নবগঠিত কুমিল্লার লালমাই উপজেলা এবং বগুড়ার তালোরা পৌরসভা ও টাঙ্গাইলের বাসাইল পৌরসভায় একই দিকে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দিকে আসন্ন দুই সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে অবৈধ অস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসীদের তালিকা করে গ্রেফতারের নির্দেশও দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দফতরসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে পাঠান হয়েছে। ইসির যুগ্ম সচিব (চলতি দায়িত্ব) ফরহাদ ম্মদ খান স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়েছে, গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য বেআইনী অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার করতে হবে। এ ছাড়া চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা করে গ্রেফতারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সংখ্যালঘু ও নারী ভোটারদের নিরাপত্তা জোরদারের নির্দেশও দিয়েছে ইসি। সংখ্যালঘু ও নারী ভোটাররা যেন নির্ভয়ে এবং নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তা প্রচার করার কথাও বলা হয়েছে। এ ছাড়া ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, মনিটরিং টিমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে ওই নির্দেশনায়। এই টিম নির্বাচনী এলাকায় আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে কী না তা সরেজমিন পরিদর্শন করবে। এ ছাড়া বিধি ভঙ্গকারীর বিরুদ্ধে মামলা করাসহ রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে প্রতি তিনদিন পরপর পর্যবেক্ষণ প্রতিবেদন ইসিতে দাখিল করতে হবে। এই টিমের প্রধান হবেন রিটার্নিং কর্মকর্তা, এতে বিভাগীয় ম্যাজিস্ট্রেটসহ সহকারী রিটার্নিং কর্মকর্তাও দায়িত্ব পালন করবেন। ইসি কর্মকর্তারা জানান এই দুই সিটিতে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা পাঠান হয়েছে। নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে সংশ্লিষ্ট পুলিশ সুপার ও থানার ওসিদের সঙ্গে আলোচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো তাদের কর্মপরিকল্পনা ঠিক করবে।
×