ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উইন্ডিজকে রেকর্ড হারের লজ্জা দিল পাকিস্তান

প্রকাশিত: ০৬:৪৩, ৩ এপ্রিল ২০১৮

উইন্ডিজকে রেকর্ড হারের লজ্জা দিল পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিস গেইল, জেসন হোল্ডার, কার্লোস ব্রেথওয়েটসহ তারকা ক্রিকেটারদের বেশিরভাগই নেই পাকিস্তান সফরে। অধিনায়ক জেসন মোহাম্মদ। অন্যদিকে ঘরের মাটিতে সরফরাজ আহমেদের নেতৃত্বে পূর্ণ শক্তির দল। পার্থক্যটা যে এত বেশি হবে সেটি কে ভেবেছিল? করাচীতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি২০তে পাকিস্তানের ৫ উইকেটে করা ২০৩ রানের জবাবে ১৩.৪ ওভারে মাত্র ৬০ রানে অলআউট ক্যারিবীয়দের হার ১৪৩ রানে! নিজেদের টি২০ ইতিহাসে এটাই ওয়েস্ট ইন্ডিজের সর্বনি¤œ রানে অলআউটের লজ্জার রেকর্ড। আগেরটি ছিল ৭৯ রানের, ২০১০ সালে পোর্ট অব স্পেনে, জিম্বাবুইয়ের বিপক্ষে। রবিবার ২০৪ রানের মতো বিশাল লক্ষ্যে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজের শুরুটাই ছিল হতাশার। দলীয় ৬ রানে প্রথম উইকেটের পর ৩৩Ñএ যেতেই টপঅর্ডারের ৬ ব্যাটসম্যান নেই সফরকারীদের। এ ছাড়া টপঅর্ডারে আন্দ্রে ফ্লেচার, জেসন মোহাম্মদ ও দিনেশ রামদিনের মতো ব্যাটসম্যানরা রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। স্যামুয়েলস ১৯ বলে ১৮, কিমো পল ১৩ বলে ১০ এবং রায়াদ এমরিটের ২০ বলে ১১ রান ছাড়া বলার মতো কোনো স্কোর নেই ক্যারিবীয় দলের। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির, মোহাম্মদ নওয়াজ ও শোয়েব মালিক। আমন্ত্রণ জানিয়ে আনা অতিথিদের এক রকম এ ত্রয়ীই গুঁড়িয়ে দিয়েছেন। ব্যাটিংয়ে নেমে প্রথম থেকেই ক্যারিবীয় বোলারদের ওপর চড়াও হয় পাকিস্তানী ব্যাটসম্যানরা। দুই ওপেনার ফখর জামান ও বাবর আজম মাত্র ৪.৬ ওভারেই ৪৬ রান তুলে ফেলেন। বাবর আউট হন ১৩ বলে ১৭ রান করে। ফখর ২৪ বলে ৩৯ রান করেন। এরপর অভিষিক্ত হুসেইন তালাতের ৪১ (৩৭) আর সরফরাজ আহমেদ (২২ বলে ৩৮) এবং শোয়েব মালিকের (১৪ বলে ৩৭) রানের তিনটি ইনিংসে দুই শ’ পেরিয়ে যায় পাকিস্তানের সংগ্রহ। ৯ বছর পর করাচীতে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট।
×