ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলেজছাত্র হত্যার দায়ে একজনের ফাঁসি, দুই জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৭:০৭, ২ এপ্রিল ২০১৮

কলেজছাত্র হত্যার  দায়ে একজনের  ফাঁসি, দুই জনের  যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১ এপ্রিল ॥ ছিনতাইয়ে বাঁধা দেয়ায় কলেজ শিক্ষার্থী রাজ্জাক হত্যা মামলায় নাজমুল নামে এক ছিনতাইকারীর ফাঁসি এবং সাজু আহমেদ খোকন ও মমিন নামে আরও দুই ছিনতাইকারীর যাবজ্জীবন সশ্রম কারাদ-সহ প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদ- দিয়েছে আদালত। রবিবার দুপুরে আদালতে আসামিদের অনুপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন। দন্ডিত নাজমুল নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বুরুঙ্গা পোড়াবাড়ি গ্রামের হাবি রহমানের পুত্র এবং খোকন স্থানীয় মৃত মোহাম্মদ আলীর পুত্র ও মমিন আসকর আলী ওরফে হানিফ দেওয়ানীর পুত্র। উল্লেখ্য, ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি সকালে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুড়া নামাপাড়া গ্রামের ছোরহাব আলীর পুত্র কলেজ শিক্ষার্থী আব্দুর রাজ্জাক (২০) তার ৩ বন্ধু একই এলাকার ফারুক, শামীম ও ইমনকে নিয়ে নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে বেড়াতে যায়। বিকেলে একদল ছিনতাইকারী বন্ধু সেজে তাদের নিয়ে সীমান্তবর্তী বুরুঙ্গা এলাকার ১১০১-১২০০ পিলারের কালাপানি-লালপাহাড় এলাকার একটি টিলাতে নিয়ে যায়। একপর্যায়ে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে রাজ্জাকসহ ৪ বন্ধুর কাছে থাকা ৪টি মোবাইল সেট ও টাকাসহ কিছু মালামাল নিয়ে নেয়। ওইসময় বাঁধার মুখে ছিনতাইকারীরা রাজ্জাকসহ ৪ জনকেই দা ও চাকু দিয়ে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত করে দৌড়ে পালায়। চিৎকারে আশেপাশের লোকজনসহ ইকোপার্কে কর্তব্যরত পুলিশ সদস্যরা এগিয়ে গিয়ে গুরুতর অবস্থায় ফারুক, শামীম ও ইমনকে উদ্ধার করলেও রাজ্জাককে খুঁজে পায়নি। পরে ওইদিন রাত ৯টার দিকে পাহাড়ের টিলার নিচ থেকে রাজ্জাকের লাশ পাওয়া যায়।
×