ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

রবার্ট লেভানডোস্কির হ্যাটট্রিকে ছত্রভঙ্গ ডর্টমুন্ড

প্রকাশিত: ০৬:৫২, ২ এপ্রিল ২০১৮

রবার্ট লেভানডোস্কির হ্যাটট্রিকে ছত্রভঙ্গ ডর্টমুন্ড

স্পোর্টস রিপোর্টার ॥ একসময় বরুশিয়া ডর্টমুন্ডের প্রধান তারকা ছিলেন রবার্ট লেভানডোস্কি। কিন্তু সময়ের পরিক্রমায় ডর্টমুন্ড ছেড়ে নাম লেখান চিরপ্রতিদ্বন্দ্বী বেয়ার্ন মিউনিখে। সেখানেও আলো ছড়িয়ে চলেছেন। শনিবার রাতে জার্মান ডার্বিতে বরুশিয়ার মুখোমুখি হয় বেয়ার্ন। এতে লেভানডোস্কির হ্যাটট্রিকে বাভারিয়ানরা ৬-০ গোলে বিধ্বস্ত করেছে বরুশিয়াকে। এই জয়ে শিরোপার আরও কাছে চলে গেছে বেয়ার্ন। পরের ম্যাচটি জিতলেই শিরোপা জয়ের উল্লাস করবেন মুলার, রিবেরিরা। মিউনিখের এ্যালিয়েঞ্জ এ্যারানায় লাইপজিগের বিপক্ষে ২-১ গোলে হারের পর এ ম্যাচে একাদশে ছয়টি পরিবর্তন আনেন বেয়ার্ন কোচ। আর তাতেই বাজিমাত করে বুন্দেসলিগার দলটি। ম্যাচের পঞ্চম মিনিটে টমাস মুলারের সহায়তায় গোল উৎসবের সূচনা করেন লেভানডোস্কি। ১৭ মিনিটে আবারও বেয়ার্নের আনন্দের উপলক্ষ এনে দেন জেমস রড্রিগুয়েজ। রিয়াল থেকে ধারে খেলতে এসে প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করে চলেছেন কলম্বিয়ান তারকা। ২৩ মিনিটে রড্রিগুয়েজের সহায়তায় দলকে ৩-০ গোলের লিড এনে দেন মুলার। বায়ার্নের আধিপত্যে প্রথমার্ধে একদম অসহায় ছিল ডর্টমুন্ড। প্রথমার্ধের শেষ দুই মিনিটে আরও দুই গোল হজম করে সদ্যই ইউরোপা লীগ থেকে বিদায় নেয়া ডর্টমুন্ড। ৪৪ মিনিটে ফ্রাঙ্ক রিবেরির ক্রসে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন পোলিশ তারকা লেভানডোস্কি। অতিরিক্ত সময়ে রড্রিগুয়েজের বাড়ানো বলে রিবেরি গোল করলে প্রথমার্ধেই ৫-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বেয়ার্ন।
×