ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে ফিরলেন মালালা

প্রকাশিত: ০৬:৩১, ৩০ মার্চ ২০১৮

পাকিস্তানে  ফিরলেন মালালা

পাকিস্তানে ফিরেছেন নোবেল জয়ী মালালা ইউসুফজাই। ২০১২ সালে তালেবানের হামলার পর তিনি বুধবার ইসলামাবাদের বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন। নিরাপত্তার স্বার্থে তার সফরের বিস্তাারিত গোপন রাখা হয়েছে। এএফপি। প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসির সঙ্গে মালালার সাক্ষাতের কথা রয়েছে। বিমানবন্দরে বাবা-মায়ের সঙ্গে মালালার একটি ভিডিও পিটিভির হাতে এসেছে যেখানে নিরাপত্তার ব্যাপক কড়াকড়ি দেখা গেছে। নারী শিক্ষা নিয়ে লেখালেখির জন্য ২০১২ সালের ৯ অক্টোবর তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্য নেয়া হয়। দীর্ঘ সময়ে নারী শিক্ষার আন্দোলনের জন্য সারাবিশ্বে পরিচিতি পান মালালা। তিনি জানুয়ারিতে বিশ্ব অর্থনীতি ফোরামে বক্তব্য দেয়ার সময় শীঘ্রই দেশে ফেরার কথা জানিয়েছিলেন। বর্তমানে ২০ বছর বয়সী মালালা নারী শিক্ষা ও মানবাধিকার নিয়ে কাজ করার পাশাপাশি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন। মালালা ইউসুফজাইয়ের জন্ম সোয়াতে ১৯৯৭ সালের ১২ জুলাই। তার মালালার স্বপ্ন সফল করতে ২০১২ সালের ১০ নবেম্বরকে ‘মালালা দিবস’ ঘোষণা করে জাতিসংঘ। তাৎক্ষণিকভাবে পাকিস্তানে ফিরতে না পারলেও মালালা যুক্তরাজ্যে থেকে তার লড়াই চালিয়ে যেতে থাকেন। পাকিস্তান, নাইজেরিয়া, জর্দান, সিরিয়া ও কেনিয়ারম মেয়েদের শিক্ষার সহায়তায় বাবা জিয়াউদ্দিন ইউসুফজাইকে সঙ্গে নিয়ে গঠন করেন মালালা ফান্ড। শিশু ও তরুণদের অধিকার আদায়ের সংগ্রামে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৪ সালে ভারতের শিশু অধিকার কর্মী কৈলাস সত্যার্থীর সঙ্গে নোবেল শান্তি পুরস্কার পান মালালা ইউসুফজাই। তিনি সবচেয়ে কম বয়সে এ পুরস্কার পান।
×