ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রংপুরে বিদ্যুতের তারে জড়িয়ে চাচা ভাতিজার মৃত্যু

প্রকাশিত: ০৪:৪৬, ৩০ মার্চ ২০১৮

রংপুরে বিদ্যুতের তারে  জড়িয়ে চাচা  ভাতিজার মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৯ মার্চ ॥ মিঠাপুকুরে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে চাচা ভাতিজার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পায়রাবন্দর ইউনিয়নের জয়রাম আনোয়র গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের মনছুর আলীর পুত্র আলমগীর হোসেন আলম (৩২) এবং তার ভাতিজা লুৎফর রহমানের পুত্র আসকর আলী (৩০)। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে। জানা গেছে, ওই এলাকায় পল্লী বিদ্যুতের নতুন লাইন স্থাপনের কাজ চলছিল। আনুষ্ঠানিকভাবে ওই লাইনটি চালু করা না হলেও বিদ্যুত সংযোগ ছিল। সংশ্লিষ্ট ঠিকাদারের লোকজন ঘটনার সময় ওই এলাকায় বিদ্যুত সংযোগের জন্য গাছের ডাল কাটছিল। একটি গাছের ডাল বিদ্যুত লাইনের ওপর পড়লে গাছের ডাল সরাতে গেলে সঙ্গে সঙ্গে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যায় তারা। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিঠাপুকুর থানায় নিয়ে যায়। এ ঘটনায় উত্তেজিত জনতা ঠিকাদারের দুজন লোককে আটক করে পুলিশে সোপর্দ করে। এলাকাবাসী অভিযোগ করে আনুষ্ঠানিকভাবে ওই এলাকায় বিদ্যুত সংযোগ দেয়া না হলেও অনেকে চোরাই লাইন ব্যবহার করত। . নান্দাইলে স্কুলছাত্র সংবাদদাতা নান্দাইল, ময়মনসিংহ থেকে জানান, উপজেলায় বিদ্যুতপৃষ্টে রাফি (১০) নামে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে নান্দাইল হাসপাতাল গেট এলাকার মর্তুজ আলীর ছেলে ও একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র। তার পিতা সিংদই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে বৃহস্পতিবার তার মৃত্যু হয়। . নেত্রকোনায় যুবক নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, জেলার মদন উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন (৩৫) নামে এক যুবক মারা গেছে। সে পাশর্বর্তী আটপাড়া উপজেলার দেওশ্রী গ্রামের আইন উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের জাহাঙ্গীরপুর এলাকায় টিটু ভৌমিকের স্বর্ণের দোকানে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, আল আমিন বৃহস্পতিবার দুপুরে মদন পৌরবাজার থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে টিটু ভৌমিকের দোকানে রাখতে যায়। এ সময় সে একটি খোলা বিদ্যুতের তারে জড়িয়ে যায়।
×